কাজের স্বীকৃতি সহ ১৪ দফা দাবি, ল ক্লার্কদের কর্ম বিরতি ও সমাবেশ চুঁচুড়া ঘড়ির মোড়ে
Last Updated:
ল ক্লার্ক আইনের সংশোধন সহ আরও ১৪ দফা দাবি নিয়ে পথে আইনি কাজের সঙ্গে যুক্ত কেরানীরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মীদের কর্ম বিরতি ঘোষণা করে মহামিছিল ও জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়।
#হুগলি: পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমস্ত কর্মীদের কর্ম বিরতি ঘোষণা করে মহামিছিল। ল ক্লার্ক আইনের সংশোধন সহ আরও ১৪ দফা দাবি নিয়ে এই দিনে সমাবেশের আয়োজন করা হয়। শুক্রবার দুপুর একটার সময় চুঁচুড়ার ঘড়ির মোড়ে জেলার সমস্ত ল আইনি কাজের সঙ্গে যুক্ত কেরানীরা একত্রিত হয়ে নিজেদের দাবি-দাওয়া নিয়ে জেলাশাসকের কাছে একটি ডেপুটেশনও দেন।
এই বিষয়ে আন্দোলনকারীরা জানান, বিগত ১৪ বছর ধরে তাদের এই আন্দোলন চলে আসছে। কোনরকম ভাবে প্রশাসন তাদের দিকে নজরপাত করছে না। তাই আজকে গোটা রাজ্যব্যাপী সমস্ত ল ক্লার্করা কর্মবিরতি ঘোষণা করেছে। পথে নেমেছেন নিজের দাবি দাওয়া নিয়ে। গোটা রাজ্যব্যাপী প্রায় ৬০ হাজার জন ল ক্লার্ক এই সমাবেশে শামিল হয়েছেন। হুগলি জেলার সমস্ত ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা জমায়েত করেছেন চুঁচুড়ার ঘড়ির মোড়ে। সেখান থেকে প্রথমে আদালতের প্রধান বিচারকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। পরে আরও একটি ডেপুটেশন জেলাশাসকের কাছে জমা দেওয়া হয়।
advertisement
advertisement
এই বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান, ল ক্লার্কদের ওয়েলফেয়ার ফান্ড চালু করা সহ, তাদের সরকারিভাবে বসার জায়গা ও শৌচাগার পানীয় জলের মতন সমস্যাগুলি সমাধান করার জন্য তারা একত্রিত হয়ে পথে নেমেছেন। মোট ১৪ দফা দাবি রয়েছে তাদের। এই দাবি গুলি বিগত প্রায় চোদ্দ বছর ধরে তারা রেখে আসছেন। এখনও পর্যন্ত সেই দাবির সঠিক সুরাও হয়নি তাই আজ তারা কর্মবিরতি ঘোষণা করে জেলা তথা রাজ্য স্তরে এই মিছিলের আয়োজন করেছেন।
advertisement
Rahi Haldar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 9:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজের স্বীকৃতি সহ ১৪ দফা দাবি, ল ক্লার্কদের কর্ম বিরতি ও সমাবেশ চুঁচুড়া ঘড়ির মোড়ে