Rash Festival 2025: নবদ্বীপ, শান্তিপুর ভুলে যাবেন! রাসের শেষ মুহূর্তের প্রস্তুতি মুর্শিদাবাদের রাধাবল্লভ মন্দিরে
- Published by:Ankita Tripathi
 - hyperlocal
 - Reported by:Koushik Adhikary
 
Last Updated:
Rash Festival 2025: আগামী বুধবার ৫ই নভেম্বর রাস পুর্নিমা। রাস পুর্নিমা উপলক্ষে রাস উৎসবের আয়োজন করা হয়ে থাকে মুর্শিদাবাদের কান্দিতে।
কান্দি, কৌশিক অধিকারী: আগামী বুধবার ৫ই নভেম্বর রাস পুর্নিমা। রাস পুর্নিমা উপলক্ষে রাস উৎসবের আয়োজন করা হয়ে থাকে মুর্শিদাবাদের কান্দিতে। যা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে রাস উৎসবের। তবে এবছর মেলায় বাউল গান-সহ অনুষ্ঠান পরিচালনা হবে। বসছে ধীরে ধীরে ছোট ছোট মেলার দোকান।
আজ থেকে প্রায় দু’শো বছরের প্রাচীন লালাবাবুর আমল থেকে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে । চিরা চরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী। শুধু কান্দি থেকে নয় পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে ও রাস্তায় উৎসব দেখতে।
advertisement
advertisement
আগামী পনেরো দিন ধরে চিরা চরিত প্রথা অনুযায়ী চলবে এই রাস উৎসব, রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। এখন শেষ মুহূর্তের বিভিন্ন পুতুল সাজিয়ে তোলা হচ্ছে। সাজানো হচ্ছে রাস মঞ্চ। তৈরি করা হচ্ছে ছোট ছোট প্রতিমা। রঙের ছোঁয়া দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রতিমাতেও। জানা যায়, কান্দি রাজবাড়ির কুলদেবতা রাধাবল্লভের মন্দির। জমিদার গৌরাঙ্গ সিংহ এই বিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠা করেন।
advertisement
তোরণদ্বার দিয়ে প্রবেশ করে বড় অঙ্গনে চারিধারে প্রাচীন ঘরদুয়ার, এই অঙ্গনে রয়েছে রথ, গঙ্গাগোবিন্দ সিংহের প্রতিষ্ঠিত গোবিন্দজির প্রাচীন একতলা দালান মন্দির। এই মন্দিরের গোলস্তম্ভ, পত্রাকৃতি খিলান নজর কাড়ে। অঙ্গন পেরিয়ে রাধাবল্লভের মন্দির, আয়তক্ষেত্রাকার চৌহদ্দির মধ্যে তিনদিকে একই রকম স্তম্ভবিশিষ্ট বিরাট দালান আকৃতির মন্দির। মাঝে বিরাট স্তম্ভ বিশিষ্ট আধুনিক নাটমন্দির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 4:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rash Festival 2025: নবদ্বীপ, শান্তিপুর ভুলে যাবেন! রাসের শেষ মুহূর্তের প্রস্তুতি মুর্শিদাবাদের রাধাবল্লভ মন্দিরে
              