Bomb Recovered: লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী

Last Updated:

Bomb Recovered: পুলিশি অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়াও সমশেরগঞ্জ থেকে উদ্ধার বিপুল পরিমনে আগ্নেয়াস্ত্র ও বোমা। গ্রেফতার ৩ জন।

লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
মুর্শিদাবাদ: পুলিশি অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়াও সমশেরগঞ্জ থেকে উদ্ধার বিপুল পরিমনে আগ্নেয়াস্ত্র ও বোমা। গ্রেফতার ৩ জন। বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার আই সি অরূপ কুমার রায়-সহ তার টিম গোপন সূত্রের খবর পেয়ে হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকার একটি বাগানে হানা দিয়ে তিনজনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দশটি তাজা সকেট বোমা দুটি আগ্নেয়াস্ত্র-সহ চার রাউন্ড গুলি এরপর এই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত মুরসেলিম সেখ, সেলিম সেখ ও সান মহম্মদ হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকার বাসিন্দা।
আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতায় অগে থেকেই শুরু হয়েছে পুলিশি নজরদারি। পুলিশসূত্রে জানা যায়, ধৃতরা বিভিন্ন অসামাজিক কজের সঙ্গে যুক্ত রয়েছে। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে ওই তিন যুবক বাগানের মধ্যে বোম ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এবং তাদের সঙ্গে আর কেউ জড়ি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
advertisement
advertisement
অন্যদিকে বৃহস্পতিবার রতে গোপনসূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার নামো বসুদেবপুরে একটি পরিতাক্ত আমবাগানে তল্লাশি চালিয়ে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোমস্কোয়াড কর্মীদের।
advertisement
শুক্রবার সকলে বেমস্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিক্রিয় করে। বোমা উদ্ধারে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা আমবাগানের মধ্যে বোমা ফেলে রেখে গিয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bomb Recovered: লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement