#লালগড়: হাতির উৎপাতে রাতভর জেগে রইলো লালগড়ের বিড়কার গ্রামের মানুষ । রাত্রের অন্ধকারে একটি দাঁতাল জঙ্গল থেকে বেরিয়ে বিড়কার গ্রামে ঢোকার চেষ্টা করলে গ্রামের মানুষ আগুন ও মশাল জ্বালিয়ে হাতিটিকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছেন। দাঁতালটি গ্রামে ঢুকে পড়লে ঘর বাড়ি ভাঙচুর ও ধান ফসল নষ্ট করবে এই ভয়েই মানুষ রাত জেগে দাঁতালটিকে চারিদিক থেকে ঘিরে গ্রামে ঢুকতে বাধা দিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন : ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর
উন্মত্ত হাতিদের তাড়িয়ে পাশের জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে।লালগড়ের কামরাঙ্গি, পড়িহা, ঝিটকার জঙ্গলে ৫০ থেকে ৬০টির একটি হাতিরদল ঘোরাফেরা করছে বেশ কয়েকদিন ধরে। জঙ্গল ছেড়ে যেতে চাইছে না। মাঝে মধ্যে জঙ্গল ছেড়ে গ্রামে ঢোকার চেষ্টা করছে।বনদফতর হাতির দলকে তাড়াতে ব্যর্থ হয়েছে ৷
আরও পড়ুন : #Egiye Bangla: স্বনির্ভরতার আঁকিবুঁকি ! সরকারি প্রকল্পে ঋণ নিয়ে মহিলারা ফ্যাব্রিকের কাজ করছেন বর্ধমানে
তাড়ানোর চেষ্টা করেও তাড়ানো যাচ্ছে না ।তাড়াতে গেলেই হাতি হুলি ছোটো ছোটো দিলে ভাগ হয়ে বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে যাচ্ছে।ঘুরে ফিরে আবার একি জায়গায় চলে আসছে। বনদফতর সূত্রে খবর পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের দিক থেকে ১৫ টি হাতির একটি দল লালগড়ের দিক নতুন করে আসছে। ফলে চিন্তায় বনবিভাগ ও সাধারণ মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, Fear, Lalgarh, Sleepless night, Sleeplessness, West Midnapur