ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর

Last Updated:
#পশ্চিম মেদিনীপুর: ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর ৷ অজানা জ্বরে এখনও অবধি তিন দিনে দু’জনের মৃত্যুর খবর মিলেছে । আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ ।
জেলা স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের দল এলাকায় নজরদারি চালাচ্ছে ৷  পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের আগরয়াড়া, সীতারামপুর, হান্দোল, নায়েকপাড়া-সহ পুরো অঞ্চলের বেশিরভাগ বাড়ির সদস্যরা অজানা জ্বরে আক্রান্ত ।
আক্রান্তরা পিংলা গ্রামীন হাসপাতাল, ময়না হাসপাতাল ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার সকালে ফের অজানা জ্বরে মৃত্যু হয় এক মহিলার ৷ পিংলার আগরয়াড়া গ্রামের বাসিন্দা তিনি ৷
advertisement
advertisement
এই দু’টি ঘটনার পর ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ রাজ্য সভার সাংসদ এবং সবং বিধানসভার বিধায়ক গীতা ভুইয়া সহ অনান্যরা  উপস্থিত হন ওই এলাকায় ৷ তারা আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷
অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে পিংলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, আমি খবর পেয়েছি ৷ বিষয়টি আমার নজরে থাকবে। সকলেরই চিকিৎসা শুরু হয়েছে । তবে ডেঙ্গু কিনা তা সাস্থ্য দফতরের লোক খতিয়ে দেখছে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement