Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিরাট গন্ডগোল, উপভোক্তার টাকা চলে যাচ্ছে এ কার অ্যাকাউন্টে? বাদুড়িয়ায় শোরগোল
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Lakshmir Bhandar: উপভোক্তা মহিলার অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ‘৫’ হলেও ভুলবশত সেটি ‘৬’ হিসাবে নথিভুক্ত হয়। আর সেই ভুল সংখ্যার অ্যাকাউন্টের মালিক কে জানেন? বিরাট গন্ডগোল...
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মহিলার লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন পাশের গ্রামের ভদ্রলোক। বাদুড়িয়ার গন্ধর্বপুর এলাকায় এক মহিলার লক্ষ্মী ভাণ্ডারের টাকা টানা ৪৬ মাস ধরে অন্য এক পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে।
শুধু তাই নয়, মহিলা মারা যাওয়ার পরেও সেই টাকা একইভাবে ঢুকছে এবং তুলেও নিচ্ছেন অভিযুক্ত ব্যক্তি। বহুবার বিডিও অফিসে অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত এর সমাধান হয়নি।
ভুক্তভোগী মহিলার নাম বীথিকা দাস। বাদুড়িয়ার গন্ধর্বপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হতেই তিনি নিজের নাম নথিভুক্ত করেন। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও তিনি কোনও টাকা পাননি। পরে বিডিও অফিসে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন– তাঁর নামে টাকা বরাদ্দ হলেও তা ঢুকছে দেবাশিস বাছাড় নামে পাশের গ্রামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে।
advertisement
advertisement

.
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন
আসলে, শুধু একটি সংখ্যার ভুলেই ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। বীথিকা দাসের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ‘৫’ হলেও ভুলবশত সেটি ‘৬’ হিসাবে নথিভুক্ত হয়। আর সেই ভুল সংখ্যার অ্যাকাউন্টের মালিক দেবাশিস বাছাড়! ফলে দীর্ঘ ৪৬ মাস ধরে বীথিকাদেবীর প্রাপ্য টাকা ঢুকছে দেবাশিস বাবুর অ্যাকাউন্টে, এবং অভিযোগ তিনি চুপচাপ ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছেন।
advertisement
আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর
বিষয়টি জানতে পেরে বীথিকা দাস একাধিকবার বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু কার্যত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে চলতি বছরের জুন মাসে মৃত্যু হয় বীথিকা দেবীর। কিন্তু মৃত্যুর পরেও তাঁর নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। এবং সেখান থেকেও টাকা তোলা হয়েছে। মৃত মহিলার স্বামী ক্ষোভ প্রকাশ করে জানান– “আমার স্ত্রীর জীবিতবস্থায় যে টাকার প্রাপ্য ছিল তা আমাকে দেওয়া হোক। আর মৃত্যুর পরেও যে টাকা ঢুকেছে, তা সরকারকে ফেরত দেওয়া হোক।”
advertisement
যদিও অভিযুক্ত দেবাশিস বাছাড় প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য স্বীকার করে নেন এবং জানান– ফাল্গুন মাসে তিনি টাকাগুলি ফেরত দেবেন। এই বিষয়ে বাদুড়িয়ার ব্লক আধিকারিক পার্থ হাজরা বলেন, “ঘটনাটি আমার জানা ছিল না। এখন জানলাম। এরকম হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 1:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিরাট গন্ডগোল, উপভোক্তার টাকা চলে যাচ্ছে এ কার অ্যাকাউন্টে? বাদুড়িয়ায় শোরগোল

