Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় তৃষ্ণা মিটছে পথিকের
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচিয়ে একদল মহিলা পথিকদের খাওয়াচ্ছেন ঠান্ডা জল ও বাতাসা। গত ১৫-২০ দিন ধরে এই কর্মসূচি পালন করছেন
হাওড়া: লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় এই গরমে তৃষ্ণা মিঠছে পথিকের। এইভাবে এই রাজ্য সরকারের অতি জনপ্রিয় এই প্রকল্প সাহায্য করছে সাধারণ মানুষকে। তারই এক অন্যরকম ছবি দেখা গেল হাওড়ায়।
টানা তাপপ্রবাহের জেরে সকাল দশটা বাজতে না বাজতেই এখন ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তবে বহু মানুষকেই নানা কারণে গরমের দাবদহ উপেক্ষা করে রাস্তায় বের হতে হচ্ছে। সেই সমস্ত মানুষের জন্য ঠান্ডা পানীয় জল তুলে দিতে অভিনব ভাবনা মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচিয়ে একদল মহিলা পথিকদের খাওয়াচ্ছেন ঠান্ডা জল ও বাতাসা। গত ১৫-২০ দিন ধরে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।
advertisement
advertisement
সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পথচারীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের এমন উদ্যোগ রীতিমত সাড়া ফেলেছে জেলাজুড়ে। ডোমজুড়ের শলপ-১ পঞ্চায়েতের শলপ ব্রিজের নিচে গেলেই এই উদ্যোগের সাক্ষী থাকতে পারবেন আপনি। মূলত ১০-১২ জন মহিলা ঘর সংসার সামলে প্রায় প্রতিদিন কয়েক শত পথচলতি মানুষের হাতে পানীয় জল তুলে দিচ্ছেন। আর এভাবেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মানবিক কাজে ব্যবহৃত হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 29, 2024 7:41 PM IST









