Lakshman Seth marriage: এই বয়সে কেন আবার বিয়ে? মুচকি হেসে লক্ষ্মণের জবাব, 'খেলা হবে!'

Last Updated:

২০১৬ সালে মৃত্যু হয় লক্ষ্মণ শেঠের প্রথম স্ত্রী এবং প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের৷

স্ত্রী মানসীর সঙ্গে লক্ষ্মণ শেঠ৷
স্ত্রী মানসীর সঙ্গে লক্ষ্মণ শেঠ৷
কলকাতা: কয়েক দিন আগেই সবাইকে কিছুটা অবাক করেই সুখবর দিয়েছিলেন তিনি৷ এর পর থেকেই চর্চায় প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের দ্বিতীয় বিয়ে৷ এ বার নিজেই সরাসরি সংবাদমাধ্যমের সামনে এসে নিজের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন প্রবীণ এই রাজনীতিবিদ৷ আর এই প্রসঙ্গেই লক্ষ্মণ শেঠের মুখে শোনা গেল খেলা হবে স্লোগানও!
লক্ষ্মণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ কয়েকদিন আগেই কলকাতার বাসিন্দা মানসী দে-কে বিয়ে করেছেন তমলুকের প্রাক্তন সাংসদ৷ এ প্রসঙ্গেই এ দিন সাংবাদিকরা লক্ষ্মণ শেঠকে প্রশ্ন করেন, এই বয়সে কেন তিনি ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন? জবাবে লক্ষ্মণ শেঠের সপাটে জবাব, এক ইনিংসে কি খেলা শেষ হয়ে যায়? হয় না, খেলা হবে!
advertisement
advertisement
২০১৬ সালে মৃত্যু হয় লক্ষ্মণ শেঠের প্রথম স্ত্রী এবং প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের৷ লক্ষ্মণ- তমালিকার দুই ছেলেও রয়েছে৷ দ্বিতীয় বিয়ের পরেই লক্ষ্মণ শেঠ জানিয়েছিলেন, তমালিকার মৃত্যুর পর থেকেই প্রবল একাকীত্বে ভুগতে শুরু করেন তিনি৷ সম্প্রতি সেই একাকীত্ব আর সামলে দিনযাপনই কঠিন হয়ে উঠছিল তাঁঁর কাছে৷ সেই কারণেই নতুন করে একজন জীবনসঙ্গীকে খুঁজছিলেন লক্ষ্মণ৷
advertisement
এই অবস্থাতেই এক পরিচিতের মাধ্যমে মানসীর সঙ্গে আলাপ হয় লক্ষ্মণ শেঠের৷ প্রাথমিক কথাবার্তার পর চার হাত এক করার সিদ্ধান্ত নেন দু জনেই৷ কয়েকদিনের মধ্যেই ঘরোয়া অনুষ্ঠানে আইনি মতে বিয়ে হয় লক্ষ্মণ এবং মানসীর৷
তবে লক্ষ্মণ শেঠ জানিয়েছেন, কলকাতা এবং হলদিয়াতে বউভাতের অনুষ্ঠান করবেন তিনি৷ তাঁর দিনক্ষণও জানিয়ে দেবেন বর্তমানে কংগ্রেস নেতা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshman Seth marriage: এই বয়সে কেন আবার বিয়ে? মুচকি হেসে লক্ষ্মণের জবাব, 'খেলা হবে!'
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement