Coromandel express accident: শালিমার থেকে করমণ্ডল নিয়ে রওনা, বাঁচলেন বরাত জোর! কী বলছেন অভিশপ্ত ট্রেনের চালক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sourav Tewari
Last Updated:
শুক্রবার দুপুর ২.৪৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস৷
শালিমার: তিনি হয়তো সৌভাগ্যবান৷ সেই কারণেই শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস নিয়ে রওনা হলেও শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনার পরেও অক্ষত রয়েছেন তিনি৷ কারণ দক্ষিণ পূর্ব রেলের লোক পাইলট আর কে মণ্ডলের উপরে খড়্গপুর স্টেশন পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেস চালিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল৷ খড়্গপুর ছাড়ার ঘণ্টা দেড়েক পরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷
ওই ট্রেন চালকের অবশ্য দাবি, খড়্গপুর পর্যন্ত ট্রেন চালিয়ে নিয়ে যাওয়ার সময় ট্রেন বা ইঞ্জিনের গতিবিধিতে কোনও অস্বভাবিকতা তাঁর নজরে পড়েনি৷ তাই কীভাবে এমন বিপর্যয় ঘটে গেল, তা বুঝতে পারছেন না অভিজ্ঞ এই ট্রেন চালকও৷
advertisement
advertisement
শুক্রবার দুপুর ২.৪৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস৷ ট্রেনের পরবর্তী স্টপেজ ছিল খড়্গপুরে৷ রেলের নিয়ম অনুযায়ী, শালিমার থেকে খড়্গপুর পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আর কে মণ্ডলের উপরে৷ সেখানেই অন্য চালকের হাতে ট্রেনের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি৷ দুর্ঘটনার সময় ট্রেনের লোকো পাইলটের দায়িত্বে ছিলেন ওই চালকই৷
advertisement
খড়্গপুর ছাড়ার পর সন্ধে ৬টার কিছু পরে ট্রেনটি পৌঁছয় বালাসোরে৷ এর মিনিট পঞ্চাশেক পরে সন্ধে ৬.৫৫ মিনিট নাগাদ বহংগাবাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস৷ নির্দিষ্ট লাইন ছেড়ে পাশের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে তীব্র গতিতে ধাক্কা মারে ট্রেনটি৷ যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়৷
advertisement
এ দিন ফের শালিমার স্টেশনে এসে নিজের ডিউটিতে যোগ দিয়েছেন ট্রেন চালক আর কে মণ্ডল৷ কিন্তু যে ট্রেন নিয়ে গতকাল খড়্গপুর পর্যন্ত নিরাপদে গেলেন, সেই ট্রেনের যাত্রীরাই এমন বিপদে পড়লেন, তা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না অভিজ্ঞ এই লোকো পাইলট৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 2:36 PM IST