Coromandel express accident: শালিমার থেকে করমণ্ডল নিয়ে রওনা, বাঁচলেন বরাত জোর! কী বলছেন অভিশপ্ত ট্রেনের চালক?

Last Updated:

শুক্রবার দুপুর ২.৪৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস৷

এমনই অবস্থায় দুর্ঘটনাস্থলে পড়ে রয়েছে দুটি ট্রেনের বগিগুলি৷  ছবি- পিটিআই
এমনই অবস্থায় দুর্ঘটনাস্থলে পড়ে রয়েছে দুটি ট্রেনের বগিগুলি৷ ছবি- পিটিআই
শালিমার: তিনি হয়তো সৌভাগ্যবান৷ সেই কারণেই শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস নিয়ে রওনা হলেও শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনার পরেও অক্ষত রয়েছেন তিনি৷ কারণ দক্ষিণ পূর্ব রেলের লোক পাইলট আর কে মণ্ডলের উপরে খড়্গপুর স্টেশন পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেস চালিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল৷ খড়্গপুর ছাড়ার ঘণ্টা দেড়েক পরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷
ওই ট্রেন চালকের অবশ্য দাবি, খড়্গপুর পর্যন্ত ট্রেন চালিয়ে নিয়ে যাওয়ার সময় ট্রেন বা ইঞ্জিনের গতিবিধিতে কোনও অস্বভাবিকতা তাঁর নজরে পড়েনি৷ তাই কীভাবে এমন বিপর্যয় ঘটে গেল, তা বুঝতে পারছেন না অভিজ্ঞ এই ট্রেন চালকও৷
advertisement
advertisement
শুক্রবার দুপুর ২.৪৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস৷ ট্রেনের পরবর্তী স্টপেজ ছিল খড়্গপুরে৷ রেলের নিয়ম অনুযায়ী, শালিমার থেকে খড়্গপুর পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আর কে মণ্ডলের উপরে৷ সেখানেই অন্য চালকের হাতে ট্রেনের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি৷ দুর্ঘটনার সময় ট্রেনের লোকো পাইলটের দায়িত্বে ছিলেন ওই চালকই৷
advertisement
খড়্গপুর ছাড়ার পর সন্ধে ৬টার কিছু পরে ট্রেনটি পৌঁছয় বালাসোরে৷ এর মিনিট পঞ্চাশেক পরে সন্ধে ৬.৫৫ মিনিট নাগাদ বহংগাবাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস৷ নির্দিষ্ট লাইন ছেড়ে পাশের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে তীব্র গতিতে ধাক্কা মারে ট্রেনটি৷ যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়৷
advertisement
এ দিন ফের শালিমার স্টেশনে এসে নিজের ডিউটিতে যোগ দিয়েছেন ট্রেন চালক আর কে মণ্ডল৷ কিন্তু যে ট্রেন নিয়ে গতকাল খড়্গপুর পর্যন্ত নিরাপদে গেলেন, সেই ট্রেনের যাত্রীরাই এমন বিপদে পড়লেন, তা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না অভিজ্ঞ এই লোকো পাইলট৷
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel express accident: শালিমার থেকে করমণ্ডল নিয়ে রওনা, বাঁচলেন বরাত জোর! কী বলছেন অভিশপ্ত ট্রেনের চালক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement