Lakshman Seth marriage: ৭৮-এ লক্ষণের মন জিতলেন কলকাতার মানসী, কে তিনি? দেখুন নবদম্পতির প্রথম ছবি

Last Updated:

২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক ও হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷

লক্ষণ-মানসীর মালাবদল!
লক্ষণ-মানসীর মালাবদল!
হলদিয়া: সুখবরটা আগেই দিয়েছিলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ৷ কয়েকদিন আগেই দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছেন তিনি৷ এবার সামনে এল নবদম্পতির ছবিও৷
লক্ষণ শেঠের দ্বিতীয় স্ত্রীর নাম মানসী দে৷ কলকাতার বাসিন্দা মানসী শহরের একটি পাঁচতারা হোটেলের শীর্ষ পদে রয়েছেন৷ কলকাতার এক পরিচিতের মাধ্যমেই মানসীর সঙ্গে আলাপ হয় লক্ষণের৷ এর পরেই বিয়ের সিদ্ধান্ত৷
advertisement
কয়েকদিন আগে কলকাতাতেই আইনি ভাবে চার হাত এক হয় লক্ষণ-মানসীর৷ একটি ঘরোয়া অনুষ্ঠানে মালাবদলও করেন দু জন৷ প্রথমে বিয়ের কথা স্বীকার করলেও নতুন স্ত্রীর পরিচয় গোপন রেখেছিলেন লক্ষণ শেঠ৷ শেষ পর্যন্ত অবশ্য নবদম্পতির মালাবদল এবং বিয়ের পরমুহূর্তের ছবি সামনে চলেই এল৷
advertisement
সিপিএমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা এবং তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ ২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷ লক্ষণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে৷ লক্ষণ শেঠ জানিয়েছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রবল একাকিত্বে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
advertisement
লক্ষণ শেঠ জানিয়েছেন, কলকাতায় খুব শিগগিরই বিয়ের প্রীতিভোজ উপলক্ষে একটি অনুষ্ঠান করবেন তিনি৷ সেখানে নিজের বর্তমান দল কংগ্রেস ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন৷ এর পর নিজের শহর হলদিয়াতে ফিরেও বউভাতের অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তাঁর৷
লক্ষণ শেঠের দ্বিতীয় বিয়ের খবর পৌঁছেছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের কানেও৷ খবর পেয়েই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মদন৷ নিজস্ব কায়দাতেই বলেছেন, ‘বয়স যত বাড়ে, প্রেম তত বাড়ে৷ লক্ষণদা বউভাতে নিমন্ত্রণ করলে লাল গোলাপ নিয়ে যাব৷ লক্ষণদাকে বলব, ও লাভলি!’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshman Seth marriage: ৭৮-এ লক্ষণের মন জিতলেন কলকাতার মানসী, কে তিনি? দেখুন নবদম্পতির প্রথম ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement