দায়ে পড়ে দায়িত্ব নেওয়া, স্বামীর মৃত্যুর পর তিন দশক ধরে এই পেশায় জীবিকা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
স্বামীর মৃত্যুতে প্রতিমা তৈরি করেই ধরেছিলেন সংসারের হাল, স্বামীর পেশায় প্রায় ৩০ বছর। বাস্তবের দুর্গা এই মহিলা প্রতিমা শিল্পীর উদ্যোগ অবাক করবে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দায়ে পড়ে দায়িত্ব নেওয়া। তবে সেই দায়িত্বকে এখনও পর্যন্ত পালন করে চলেছেন এক মহিলা। প্রায় ৩০ বছর ধরে দেবী দশভূজার মৃন্ময়ী প্রতিমা তৈরি করেন দুই হাতের এই ‘দুর্গা’। স্বামীর মৃত্যুর পর পরিবার সামলাতে তাকে ধরতে হয়েছিল হাল। তখন ভরসা ছিল মৃৎশিল্পী স্বামীর এই মূর্তি তৈরীর ব্যবসা। দুর্গাপুজোর সামান্য কয়েকদিন আগে স্বামীর মৃত্যু হলে, সঠিক সময়ে প্রতিমা উদ্যোক্তাদের প্যান্ডেলে পৌঁছে দেওয়া রীতিমত চাপের হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে প্রতিমার বরাত সেই কঠিন মুহূর্তে হাতে রং তুলি ধরেছিলেন খড়্গপুরের মনিকা। সেই দায়িত্বকেই এখন পেশায় পরিণত করেছেন তিনি। দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিমা তৈরি করে নিজের সংসার সামলাচ্ছেন খড়্গপুরের এই মহিলা প্রতিমাশিল্পী।
১৯৯৪ সালে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হন স্বামী। ১৯৯৫ এর দুর্গাপুজোর আগে আগেই মৃত্যু হয় তার। আগে থেকেই সূক্ষ্ম কাজ জানতেন প্রতিমা শিল্পী মনিকা পাল। তবে সেই পরিস্থিতিতে এতগুলো প্রতিমা সরবরাহ করতে কার্যত হিমশিম খেতে হয়েছিল তাকে। তবে স্বামীর মৃত্যুতেও, সমস্ত প্রতিমা যথাযথভাবে তৈরি করে বিভিন্ন মণ্ডপে সরবরাহ করেছিলেন তিনি। কঠিন সময়ে প্রশংসা মিলেছিল সবার থেকে। সেই থেকেই শুরু করা দেবী দুর্গার প্রতিমা তৈরি। সেই দায়িত্বকে এখনও বহমান রেখেছেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের মোহনপুর সংলগ্ন এলাকার প্রতিমাশিল্পী মনিকা পাল।
advertisement
আরও পড়ুন: বোটিংয়ের সঙ্গে রোম্যান্স, একান্তে সময় কাটানো! ঝাড়গ্রামে নতুন স্পট, পুজোর ছুটিতে ঢুঁ মারুন
প্রতিবছর প্রায় দশ টিরও বেশি তিনি দুর্গা প্রতিমা তৈরি করেন। শুধু তাই নয়, সারা বছর ধরে লক্ষ্মী, কালি এমনকি একাধিক মৃন্ময়ী মূর্তিও বানান এই শিল্পী। দুর্গা পুজোর সময়ে প্রতিমা তৈরির জন্য বেশ কয়েকজন কাজও করে তার কাছে। তবে কাঠামো বাঁধা থেকে রং করা এমনকি চক্ষুদান সবই করেন তিনি নিজের হাতেই। এভাবেই দীর্ঘ প্রায় ৩১ টা বছর তিনি কাটিয়ে ফেলেছেন প্রতিমা তৈরি করে। সকাল থেকে উঠে প্রতিমা তৈরিতেই ব্যস্ত থাকেন তিনি। কারণ সময়ে দিতে হবে দুর্গা প্রতিমা। কখনও থিমে আবার কখনও সাবেকিয়ানায় মূর্তি তৈরি করেন। এর থেকে রোজগারের টাকায় চলে তার সংসার।
advertisement
advertisement
তবে যে দায় ও দায়িত্ব নিয়ে তার এই প্রতিমাশিল্পে আসা, স্বামীর মৃত্যুর পর সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। জেলার এই প্রৌঢ়া দৃষ্টান্ত স্থাপন করেছেন সকলের কাছে। প্রচারের আলোতে না থাকা সামান্য এই শিল্পীর নিপুনতা এবং তার এই ভাবনাচিন্তা অবাক করে তুলেছে সকলকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দায়ে পড়ে দায়িত্ব নেওয়া, স্বামীর মৃত্যুর পর তিন দশক ধরে এই পেশায় জীবিকা
