Jhargram Tourism: বোটিংয়ের সঙ্গে রোম্যান্স, একান্তে সময় কাটানো! ঝাড়গ্রামে নতুন স্পট, পুজোর ছুটিতে ঢুঁ মারলে গলে যাবে সঙ্গীর মন

Last Updated:
সরোবরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে ঝাড়গ্রামে। উদ্যোগ বেসরকারি। বট, অশ্বত্থ-সহ নানা গাছগাছালিতে ঘেরা পঞ্চবটি সরোবর ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে।
1/6
পাঁচ শরিকের সরোবর। পোশাকি নাম পঞ্চবটি সরোবর। পাঁচ শরিকের উত্তরসূরিরা মিলে পর্যটন কেন্দ্রটি গড়ে তুলছেন। সেই কারণে এমন নাম। ঝাড়গ্রাম শহরের কাছে সাপধরা পঞ্চায়েতের ধবাধোবিন গ্রামে সাত একরের ওই সরোবর বহু পুরনো। দূর থেকে দেখলে মনে হয় যেন অবিকল বিদ্যাসাগর সেতু। (ছবি ও তথ্য: তন্ময় নন্দী)
পাঁচ শরিকের সরোবর। পোশাকি নাম পঞ্চবটি সরোবর। পাঁচ শরিকের উত্তরসূরিরা মিলে পর্যটন কেন্দ্রটি গড়ে তুলছেন। সেই কারণে এমন নাম। ঝাড়গ্রাম শহরের কাছে সাপধরা পঞ্চায়েতের ধবাধোবিন গ্রামে সাত একরের ওই সরোবর বহু পুরনো। দূর থেকে দেখলে মনে হয় যেন অবিকল বিদ্যাসাগর সেতু। (ছবি ও তথ্য: তন্ময় নন্দী)
advertisement
2/6
সরোবরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে ঝাড়গ্রামে। উদ্যোগ বেসরকারি। বট, অশ্বত্থ-সহ নানা গাছগাছালিতে ঘেরা পঞ্চবটি সরোবর ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে।
সরোবরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে ঝাড়গ্রামে। উদ্যোগ বেসরকারি। বট, অশ্বত্থ-সহ নানা গাছগাছালিতে ঘেরা পঞ্চবটি সরোবর ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে।
advertisement
3/6
পঞ্চবটি সরোবর সংস্কার করে নৌকাবিহারের ব্যবস্থা করা হয়েছে। চারটি প্যাডেল বোট আনা হয়েছে। মাস খানেক হল পর্যটকদের জন্য চালু হয়েছে বোটিং। লাইফ জ্যাকেট পরিয়ে পর্যটকদের নৌকাবিহার করানো হচ্ছে।
পঞ্চবটি সরোবর সংস্কার করে নৌকাবিহারের ব্যবস্থা করা হয়েছে। চারটি প্যাডেল বোট আনা হয়েছে। মাস খানেক হল পর্যটকদের জন্য চালু হয়েছে বোটিং। লাইফ জ্যাকেট পরিয়ে পর্যটকদের নৌকাবিহার করানো হচ্ছে।
advertisement
4/6
চারিদিকে সবুজ গাছপালার মাঝে সরোবরে সাঁতার কেটে বেড়ায় হাঁস। পাতি ও রাজহাঁসের দল। সাজিয়ে তোলা হয়েছে চারপাশ।
চারিদিকে সবুজ গাছপালার মাঝে সরোবরে সাঁতার কেটে বেড়ায় হাঁস। পাতি ও রাজহাঁসের দল। সাজিয়ে তোলা হয়েছে চারপাশ।
advertisement
5/6
ধবাধোবিনের অদূরে তৈরি হয়েছে একাধিক হোম স্টে। ফলে পর্যটকেরা কাছেপিঠে বোটিংয়ের সুযোগ পাবেন। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় যাওয়ার পথেও পর্যটকেরা ঢুঁ মারতে পারেন সরোবর চত্বরে।
ধবাধোবিনের অদূরে তৈরি হয়েছে একাধিক হোম স্টে। ফলে পর্যটকেরা কাছেপিঠে বোটিংয়ের সুযোগ পাবেন। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় যাওয়ার পথেও পর্যটকেরা ঢুঁ মারতে পারেন সরোবর চত্বরে।
advertisement
6/6
উদ্যোক্তারা জানালেন, সরোবরে একটি ভাসমান রেস্তোরাঁ করার পরিকল্পনা রয়েছে। সরোবর চত্বরে হোম স্টে-র কাজও শুরু হচ্ছে। (ছবি ও তথ্য: তন্ময় নন্দী)
উদ্যোক্তারা জানালেন, সরোবরে একটি ভাসমান রেস্তোরাঁ করার পরিকল্পনা রয়েছে। সরোবর চত্বরে হোম স্টে-র কাজও শুরু হচ্ছে। (ছবি ও তথ্য: তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement