ভারতী ঘোষের কর্মসূচিতে বিজেপিকর্মীদের হাতে নিগৃহীত মহিলা পুলিশকর্মী
Last Updated:
#খেজুরি: ভারতী ঘোষের থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। খেজুরিতে নিগৃহীত কাঁথি মহিলা থানার ওসি অনুষ্কা মাইতি ৷ অভিযোগ মহিলা পুলিশকর্মীকে ধাক্কা মারেন বিজেপিকর্মীরা ৷ পুলিশকে লক্ষ করে বালি ছোড়ার অভিযোগ ৷ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ভারতীর গাড়ি আটকায় পুলিশ। প্রতিবাদে অবরোধে নামেন বিজেপির কর্মী-সদস্যরা। ধস্তাধস্তিতে আহত খেজুরি থানার ওসিও ৷
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে পুলিশ। তাদের সঙ্গে বচসায় জড়ান ভারতীও।প্রতিবাদে গাছতলায় বসে পড়েন তিনি। এরপর হেঁটে হেড়িয়া থানার দিকে রওনা হন ভারতী। তখনও তাঁকে আটকায় পুলিশ। মহিলা পুলিশকর্মীরা বাধা দেন ভারতীকে ৷ মহিলা পুলিশের উপর চড়াও বিজেপিকর্মীরা ৷ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মহিলা পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। শেষমেশ অবশ্য পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য পথে কণ্ঠীবাড়ি পৌঁছে যান ভারতী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2019 5:36 PM IST