Krishnanagar Murder Update: ঈশিতাকেই বিয়ে করবে, না হলে...! এক মাস আগে বাবাকে ভিডিও কল করে কী হুমকি দিয়েছিল দেশরাজ?

Last Updated:

দেশরাজের বাবা বিএসএফ-এ চাকরি করেন৷ কর্মসূত্রে তিনি রয়েছেন রাজস্থানে৷ বাবাকে বলে ঈশিতাকে খুনের আগের দিনের ট্রেনের টিকিটও কাটিয়েছিল দেশরাজ৷

ঈশিতাকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছিল দেশরাজ৷
ঈশিতাকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছিল দেশরাজ৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: ঈশিতাকেই সে বিয়ে করতে চায়৷ তা না হলে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবে৷ মাস খানেক আগে বাবাকে ভিডিও কল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল দেশরাজ৷
কৃষ্ণনগর কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ৷ ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে, আসানসোল হয়ে সোমবার রাতেই ট্রেন ধরে সম্ভবত উত্তর প্রদেশেই রওনা হয়ে গিয়েছে দেশরাজ৷
দেশরাজের বাবা বিএসএফ-এ চাকরি করেন৷ কর্মসূত্রে তিনি রয়েছেন রাজস্থানে৷ বাবাকে বলে ঈশিতাকে খুনের আগের দিনের ট্রেনের টিকিটও কাটিয়েছিল দেশরাজ৷ যাতে পুলিশকে বিভ্রান্ত করা যায়৷
advertisement
গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে গুলি করে ঈশিতা মল্লিক নামে ওই কলেজ ছাত্রীকে খুন করে দেশরাজ সিং নামে কাঁচরাপাড়ার বাসিন্দা ওই যুবক৷ কাঁচরাপাড়ায় স্কুলে পড়ার সময় ঈশিতার সঙ্গে দেশরাজের ঘনিষ্ঠতা তৈরি হয়৷ কিন্তু গত প্রায় এক বছরের মধ্যে দু জনের মধ্যে যোগাযোগ কমে এসেছিল৷ তবে গোপনে দেশরাজের সঙ্গে ঈশিতার যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
advertisement
দেশরাজ যে ঈশিতাকেই বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, ওই যুবকের বাবার থেকেই তা জানতে পেরেছে পুলিশ৷ দেশরাজকে তার বাবা জানিয়েছিলেন, নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারলেই তবেই তিনি ঈশিতার সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করবেন৷ মাত্র মাসখানেক আগে যাঁকে বিয়ে করার জন্য আত্মহত্যার হুমকি দিয়েছিল, সেই ঈশিতাকেই কেন দেশরাজ নৃশংস ভাবে খুন করল, তা ভেবে অবাক হচ্ছেন তদন্তকারীরাও৷ ফলে ঈশিতার জীবনে অন্য কারও আবির্ভাব হয়েছিল কি না এবং সেই খবর পেয়েই দেশরাজ তাকে সরিয়ে দিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ যে কোনও মূল্যে এখন দেশরাজকে গ্রেফতার করতে মরিয়া পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: ঈশিতাকেই বিয়ে করবে, না হলে...! এক মাস আগে বাবাকে ভিডিও কল করে কী হুমকি দিয়েছিল দেশরাজ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement