Krishnanagar Lok Sabha Election Result 2024: দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

Last Updated:

Krishnanagar Lok Sabha Election Result 2024: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। প্রায় ৬০ হাজার তিনি পরাজিত করেন তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে।

দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র!
দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র!
কৃষ্ণনগরঃ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। প্রায় ৬০ হাজার তিনি পরাজিত করেন তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে। সকাল থেকে কৃষ্ণনগর লোকসভার গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপি প্রার্থী অমৃতা রায় একসঙ্গে দেখা যায়। একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।
ভোটের আগেই নানারকম জটিলতার মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। প্রথমে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। সাংঘাতিক অভিযোগ তুলে তাঁকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় লোকসভার এথিক্স কমিটি। তবে, লড়াই জারি ছিল তৃণমূল সাংসদের।
advertisement
advertisement
প্রথমদিকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এগিয়ে থাকলেও ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। এরপর থেকে যথেষ্টই ব্যবধানে ফেলে দিয়েছেন তিনি রাজমাতাকে।  প্রায় ৬০ হাজার তিনি পরাজিত করেন তাঁর নিকটবর্তী প্রার্থী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে।
২০১৯-এর পর আবারও জয়লাভ মহুয়া মৈত্রের। রীতিমতো তৃণমূলের টেন্টে সবুজ আবীর লাগিয়ে তাঁরা সেলিব্রেশন করছেন। টেন্টে উপস্থিত রয়েছেন তৃণমূলের নদিয়া জেলার শীর্ষসারির নেতা-নেত্রী থেকে শুরু করে অসংখ্য ছোট-বড় কর্মী সমর্থকেরাও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Lok Sabha Election Result 2024: দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement