শৌচাগারের পাশে ঝোপের মধ্যে পড়ে ছিল সেভেন এম এম পিস্তল! কৃষ্ণনগর কাণ্ডে বড় ব্রেক থ্রু পুলিশের

Last Updated:

কৃষ্ণনগর ছাত্রী খুনের ঘটনায় এবার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করল পুলিশ। কৃষ্ণনগর রেল স্টেশনের কাছে শৌচাগারের পাশের জঙ্গল থেকে উদ্ধার হল একটি সেভেন এম এম পিস্তল।

উদ্ধার হল প্রধান অস্ত্র
উদ্ধার হল প্রধান অস্ত্র
সমীর রুদ্র, নদিয়া, কৃষ্ণনগর: কৃষ্ণনগর ছাত্রী খুনের ঘটনায় এবার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করল পুলিশ। কৃষ্ণনগর রেল স্টেশনের কাছে শৌচাগারের পাশের জঙ্গল থেকে উদ্ধার হল একটি সেভেন এম এম পিস্তল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলিশের হাতে গ্রেফতার হয় দেশরাজের বাবা রঘুবিন্দ প্রতাপ সিং৷ দীর্ঘ টালবাহানার পর কৃষ্ণনগরে ছাত্রীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। রাজস্থানের জয়সলমীর থেকে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে সোমবার তাঁকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে।
আরও পড়ুন: বাইকে আসছিলেন সাব-ইন্সপেক্টর, সজোরে ধাক্কা পিক আপ ভ‍্যানের! মুহুর্তে রক্তাক্ত রাস্তা
গত সোমবার বাড়িতে ঢুকে গুলি করা হয় কৃষ্ণনগরের ওই ছাত্রীকে। উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় দেশরাজ। পুলিশের ৩টি দল রওনা দেয় উত্তরপ্রদেশে। দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়। দেশরাজের বাবাকেও গ্রেফতারির তোড়জোড় শুরু হয়৷ গত রবিবার গ্রেফতার হয় দেশরাজ৷ ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। এক সপ্তাহের ব্য়বধানে তার বাবাও ধরা পড়ে৷ জানা গিয়েছে, ২৫ শে আগস্ট ঈশিতাকে খুনের পর কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে চেপে পালিয়েছিল দেশরাজ। স্টেশনে ঢোকার আগেই একটি শৌচাগারের পাশের একটি জঙ্গলে পিস্তলটি ফেলে দেয় সে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি সেভেন এম এম উদ্ধার হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শৌচাগারের পাশে ঝোপের মধ্যে পড়ে ছিল সেভেন এম এম পিস্তল! কৃষ্ণনগর কাণ্ডে বড় ব্রেক থ্রু পুলিশের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement