শৌচাগারের পাশে ঝোপের মধ্যে পড়ে ছিল সেভেন এম এম পিস্তল! কৃষ্ণনগর কাণ্ডে বড় ব্রেক থ্রু পুলিশের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কৃষ্ণনগর ছাত্রী খুনের ঘটনায় এবার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করল পুলিশ। কৃষ্ণনগর রেল স্টেশনের কাছে শৌচাগারের পাশের জঙ্গল থেকে উদ্ধার হল একটি সেভেন এম এম পিস্তল।
সমীর রুদ্র, নদিয়া, কৃষ্ণনগর: কৃষ্ণনগর ছাত্রী খুনের ঘটনায় এবার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করল পুলিশ। কৃষ্ণনগর রেল স্টেশনের কাছে শৌচাগারের পাশের জঙ্গল থেকে উদ্ধার হল একটি সেভেন এম এম পিস্তল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলিশের হাতে গ্রেফতার হয় দেশরাজের বাবা রঘুবিন্দ প্রতাপ সিং৷ দীর্ঘ টালবাহানার পর কৃষ্ণনগরে ছাত্রীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। রাজস্থানের জয়সলমীর থেকে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে সোমবার তাঁকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে।
আরও পড়ুন: বাইকে আসছিলেন সাব-ইন্সপেক্টর, সজোরে ধাক্কা পিক আপ ভ্যানের! মুহুর্তে রক্তাক্ত রাস্তা
গত সোমবার বাড়িতে ঢুকে গুলি করা হয় কৃষ্ণনগরের ওই ছাত্রীকে। উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় দেশরাজ। পুলিশের ৩টি দল রওনা দেয় উত্তরপ্রদেশে। দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়। দেশরাজের বাবাকেও গ্রেফতারির তোড়জোড় শুরু হয়৷ গত রবিবার গ্রেফতার হয় দেশরাজ৷ ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। এক সপ্তাহের ব্য়বধানে তার বাবাও ধরা পড়ে৷ জানা গিয়েছে, ২৫ শে আগস্ট ঈশিতাকে খুনের পর কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে চেপে পালিয়েছিল দেশরাজ। স্টেশনে ঢোকার আগেই একটি শৌচাগারের পাশের একটি জঙ্গলে পিস্তলটি ফেলে দেয় সে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি সেভেন এম এম উদ্ধার হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শৌচাগারের পাশে ঝোপের মধ্যে পড়ে ছিল সেভেন এম এম পিস্তল! কৃষ্ণনগর কাণ্ডে বড় ব্রেক থ্রু পুলিশের