Krishnagar AC Local: শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে চালু দৌড় শুরু এসি লোকালের, বেজায় খুশি নিত্যযাত্রীরা

Last Updated:

Krishnagar AC Local: ট্রেনটির কৃষ্ণনগর থেকে ছাড়ার সময় দুপুর ১:৩০ মিনিট এবং গন্তব্য শিয়ালদহে পৌঁছাবে বিকেল ৩:৪০ মিনিট নাগাদ...

+
কৃষ্ণনগরে

কৃষ্ণনগরে ঢুকছে এসি লোকাল ট্রেন

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে চালু হল এসি লোকাল, খুশি যাত্রীরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। আজ শুক্রবার থেকে শিয়ালদহ-ভায়া রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন রুটে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন। সকাল থেকেই যাত্রীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস। শিয়ালদহ স্টেশন থেকে সকাল ৯:৪৮ মিনিটে রওনা দেয় ট্রেনটি এবং নির্ধারিত সময়ে দুপুর ১২:০৭ মিনিটে কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছায়। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই লোকাল যাত্রীরা উপভোগ করেন আরামদায়ক ভ্রমণ।
ট্রেনটির কৃষ্ণনগর থেকে ছাড়ার সময় দুপুর ১:৩০ মিনিট এবং গন্তব্য শিয়ালদহে পৌঁছবে বিকেল ৩:৪০ মিনিট নাগাদ। প্রতিদিন এই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। নতুন এই উদ্যোগে যাত্রীদের মধ্যে যেমন স্বস্তি এসেছে, তেমনই ভিড় সামলাতেও কিছুটা সুবিধা হবে বলে আশাবাদী রেলকর্তারা।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ, কতদিন চলবে ঘ্যানঘ্যানে বৃষ্টি? কবে আবহাওয়ার উন্নতি? আলিপুরের লেটেস্ট আপডেট
স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই রুটে আরামদায়ক যাত্রার দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তাঁরা খুশি। অনেকেই মনে করছেন, এসি লোকালের কারণে কর্মজীবী মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেরই ভ্রমণ আরও স্বস্তিদায়ক হবে। শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এভাবেই যাত্রার নতুন অধ্যায়ের সূচনা হল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnagar AC Local: শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে চালু দৌড় শুরু এসি লোকালের, বেজায় খুশি নিত্যযাত্রীরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement