Krishnagar College Student Murder: মেয়ের পর মাকেও গুলি! দোতলার বারান্দায় দেশরাজ, বাড়ি ফিরে কী দেখলেন ঈশিতার মা-ভাই?

Last Updated:

দেশরাজ যখন ঈশিতাকে খুন করে পালাচ্ছে, তখনই বাড়িতে ফিরে আসেন ওই ছাত্রীর মা এবং ভাই৷

কৃষ্ণনগরের এই বাড়িতে ঢুকেই ঈশিতা মল্লিককে খুন করে দেশরাজ সিং৷
কৃষ্ণনগরের এই বাড়িতে ঢুকেই ঈশিতা মল্লিককে খুন করে দেশরাজ সিং৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রী খুনের ঘটনায় পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ ছাত্রীকে খুনের পর তাঁর মাকে লক্ষ্য করেও পর পর দু রাউন্ড গুলি চালায় অভিযুক্ত দেশরাজ সিং৷ এখনও অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
এ দিন দুপুরে কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় বাড়ির দোতলায় উঠে ঈশিতা মল্লিক নামে কলেজ পড়ুয়া ওই ছাত্রীকে মাথায় গুলি করে খুন করে কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ সিং নামে ওই যুবক৷ ঈশিতা এবং দেশরাজ পূর্ব পরিচিত৷ ঈশিতার পরিবারও ওই যুবককে চিনত৷
ঈশিতার পরিবারের দাবি, ঘটনার সময় দোতলার ঘরে একাই ছিলেন ১৯ বছরের ঈশিতা৷ একতলায় ছিলেন তাঁর দাদু৷ ঈশিতার মা কুসুম মল্লিক ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন৷
advertisement
advertisement
দেশরাজ যখন ঈশিতাকে খুন করে পালাচ্ছে, তখনই বাড়িতে ফিরে আসেন ওই ছাত্রীর মা এবং ভাই৷ সিঁড়ি দিয়ে উঠতেই দোতলার বারান্দায় দেশরাজকে দেখেন তাঁরা৷ সে এখানে কী করছে, প্রশ্ন করতেই দেশরাজ ঈশিতার মাকে লক্ষ্য করে পর পর দু রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ৷ যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়৷ সেই সুযোগেই সিঁড়ি দিয়ে নেমে পালায় অভিযুক্ত যুবক৷
advertisement
ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তের সন্ধান পেতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেরও সাহায্য নেওয়া হচ্ছে৷ আশেপাশের সব থানাগুলিকেও অভিযুক্তের ছবি দিয়ে তল্লাশি করা হচ্ছে৷ রেলপথে অথবা নদী পেরিয়ে যে পথগুলি দিয়ে কৃষ্ণনগর শহর থেকে পালানো সম্ভব, সেই সমস্ত পথেও নজর রাখা হচ্ছে৷ দুই জেলার সীমান্তে শুরু হয়েছে নাকা তল্লাশি৷ যদিও সন্ধে পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ অভিযুক্তের কাঁচরাপাড়ার ভাড়াবাড়িতেও কারও খোঁজ মেলেনি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnagar College Student Murder: মেয়ের পর মাকেও গুলি! দোতলার বারান্দায় দেশরাজ, বাড়ি ফিরে কী দেখলেন ঈশিতার মা-ভাই?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement