Krishnagar College Student Murder: মেয়ের পর মাকেও গুলি! দোতলার বারান্দায় দেশরাজ, বাড়ি ফিরে কী দেখলেন ঈশিতার মা-ভাই?

Last Updated:

দেশরাজ যখন ঈশিতাকে খুন করে পালাচ্ছে, তখনই বাড়িতে ফিরে আসেন ওই ছাত্রীর মা এবং ভাই৷

কৃষ্ণনগরের এই বাড়িতে ঢুকেই ঈশিতা মল্লিককে খুন করে দেশরাজ সিং৷
কৃষ্ণনগরের এই বাড়িতে ঢুকেই ঈশিতা মল্লিককে খুন করে দেশরাজ সিং৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রী খুনের ঘটনায় পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ ছাত্রীকে খুনের পর তাঁর মাকে লক্ষ্য করেও পর পর দু রাউন্ড গুলি চালায় অভিযুক্ত দেশরাজ সিং৷ এখনও অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
এ দিন দুপুরে কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় বাড়ির দোতলায় উঠে ঈশিতা মল্লিক নামে কলেজ পড়ুয়া ওই ছাত্রীকে মাথায় গুলি করে খুন করে কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ সিং নামে ওই যুবক৷ ঈশিতা এবং দেশরাজ পূর্ব পরিচিত৷ ঈশিতার পরিবারও ওই যুবককে চিনত৷
ঈশিতার পরিবারের দাবি, ঘটনার সময় দোতলার ঘরে একাই ছিলেন ১৯ বছরের ঈশিতা৷ একতলায় ছিলেন তাঁর দাদু৷ ঈশিতার মা কুসুম মল্লিক ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন৷
advertisement
advertisement
দেশরাজ যখন ঈশিতাকে খুন করে পালাচ্ছে, তখনই বাড়িতে ফিরে আসেন ওই ছাত্রীর মা এবং ভাই৷ সিঁড়ি দিয়ে উঠতেই দোতলার বারান্দায় দেশরাজকে দেখেন তাঁরা৷ সে এখানে কী করছে, প্রশ্ন করতেই দেশরাজ ঈশিতার মাকে লক্ষ্য করে পর পর দু রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ৷ যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়৷ সেই সুযোগেই সিঁড়ি দিয়ে নেমে পালায় অভিযুক্ত যুবক৷
advertisement
ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তের সন্ধান পেতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেরও সাহায্য নেওয়া হচ্ছে৷ আশেপাশের সব থানাগুলিকেও অভিযুক্তের ছবি দিয়ে তল্লাশি করা হচ্ছে৷ রেলপথে অথবা নদী পেরিয়ে যে পথগুলি দিয়ে কৃষ্ণনগর শহর থেকে পালানো সম্ভব, সেই সমস্ত পথেও নজর রাখা হচ্ছে৷ দুই জেলার সীমান্তে শুরু হয়েছে নাকা তল্লাশি৷ যদিও সন্ধে পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ অভিযুক্তের কাঁচরাপাড়ার ভাড়াবাড়িতেও কারও খোঁজ মেলেনি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnagar College Student Murder: মেয়ের পর মাকেও গুলি! দোতলার বারান্দায় দেশরাজ, বাড়ি ফিরে কী দেখলেন ঈশিতার মা-ভাই?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement