Krishnagar Jagaddhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর যাচ্ছেন? কোন সময়ে, কোন রাস্তা থাকবে 'নো এন্ট্রি'? জানিয়ে দিল পুলিশ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Krishnagar Jagaddhatri Puja: পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে এবং যানজট এড়াতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মালবাহী ও পার্সোনাল গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী, পালপাড়া মোড়, চারগেট ক্রসিং, ঘূর্ণি গোডাউন, গোদাডাঙ্গা, রবীন্দ্র ভবনের সামনে, পুলিশ লাইনের সামনে ও কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি (পোস্ট অফিসের সামনে)—এই এলাকাগুলিতে নো-এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে।
কৃষ্ণনগর, মৈনাক দেবনাথ: জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহর জুড়ে যানবাহন নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন ও ট্রাফিক পুলিশ। পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে এবং যানজট এড়াতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মালবাহী ও পার্সোনাল গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী, পালপাড়া মোড়, চারগেট ক্রসিং, ঘূর্ণি গোডাউন, গোদাডাঙ্গা, রবীন্দ্র ভবনের সামনে, পুলিশ লাইনের সামনে ও কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি (পোস্ট অফিসের সামনে)—এই এলাকাগুলিতে নো-এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়ি যেমন অ্যাম্বুল্যান্স, দমকল, ও কিছু ভিআইপি যানবাহন এই নিয়মের বাইরে থাকবে।
কৃষ্ণনগর ট্রাফিক আধিকারিক দেবাশিস মণ্ডল জানিয়েছেন, ২৯ অক্টোবর (বুধবার) সকাল ন’টা থেকে দুপুর বারো’টা পর্যন্ত শহরে কোনও মালবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। পরিস্থিতি বিবেচনা করে কিছু প্রাইভেট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। দুপুর বারো’টা থেকে বিকেল তিন’টে পর্যন্ত আংশিকভাবে যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে বিকেল তিন’টে থেকে রাত পর্যন্ত শহরের মধ্যে সমস্ত বাস, মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, পরিস্থিতি অনুযায়ী প্রাইভেট গাড়ি ছাড়া হতে পারে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার), অর্থাৎ পুজোর দিন সকাল আট’টা থেকে শহরের মধ্যে সমস্ত ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণনগরের ‘বুড়িমা’ কবে, কখন গয়না পরবেন? সপ্তমী-দশমীর পুজো, অঞ্জলি, বিসর্জনের সম্পূর্ণ নির্ঘণ্ট
৩১ অক্টোবর (শুক্রবার) ভোর চার’টে থেকে ঘট বিসর্জনের আগ পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলতে পারবে। বিসর্জন শেষ হওয়ার পর বিকেল পাঁচ’টা পর্যন্ত সীমিত পরিসরে গাড়ি চলাচল চালু থাকবে। তবে বিকেল পাঁচ’টার পর প্রতিমা নিরঞ্জনের কারণে ফের যান চলাচল বন্ধ থাকবে। একইভাবে, ১ নভেম্বর বিকেল পাঁচ’টা থেকে প্রতিমা নিরঞ্জন উপলক্ষে শহরের মধ্যে সমস্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাবধান…! সব বাড়িতেই রান্না হয়, কিন্তু আজকের পর ভুলেও কিনবেন না ‘এই’ মাছ, বিষাক্ত রাসায়নিকে ঝাঁঝরা শরীর
এছাড়াও, পুজোর দিনগুলিতে বাস চলাচলের রুটেও পরিবর্তন আনা হয়েছে। রানাঘাটগামী বাসগুলি ছাড়বে পালপাড়া মোড় থেকে, নবদ্বীপ ও নাকাশীপাড়া গামী বাসগুলি ছাড়বে গভর্নমেন্ট কলেজ মাঠ বা পিডব্লিউডি মোড় থেকে, আর হাঁসখালি রুটের বাসগুলি ছাড়বে পাণ্ডব মোড় থেকে। তবে করিমপুর রুটে কোনও নো-এন্ট্রি জোন না থাকায় সেই দিকের বাস চলাচলে অসুবিধা হবে না। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে পুজোর দিনগুলিতে বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতিতে সহযোগিতা করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 28, 2025 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnagar Jagaddhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর যাচ্ছেন? কোন সময়ে, কোন রাস্তা থাকবে 'নো এন্ট্রি'? জানিয়ে দিল পুলিশ

