Janmashtami 2024: হাওড়ার রাস্তায় শয়ে শয়ে রাধা-কৃষ্ণ! ব্যাপারটা কী?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Krishna Janmashtami 2024: বৃষ্টি উপেক্ষা করেই দারুন উৎসাহের সঙ্গে হাজির হয়েছিলেন সবাই। এরপর রাধা ও কৃষ্ণ সাজে সকলকে নিয়ে বের হয় শোভাযাত্রা
হাওড়া: প্রায় ২০০ রাধা-কৃষ্ণ নিয়ে আয়োজিত হল জন্মাষ্টমীর পুজো! হাওড়ার রঘুদেবপুরে জন্মাষ্টমী উপলক্ষে মহা উৎসব আয়োজিত হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকলে হাজির হয়েছিলেন। রাধা ও কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তা নিয়ে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে মানুষের মধ্যে।
প্রতি বছরের মত এবারও জন্মাষ্টমীর দিন প্রতিযোগীরা হাজির ছিল। বৃষ্টি উপেক্ষা করেই দারুন উৎসাহের সঙ্গে হাজির হয়েছিলেন সবাই। এরপর রাধা ও কৃষ্ণ সাজে সকলকে নিয়ে বের হয় শোভাযাত্রা। নন্দ উৎসবের এই শোভাযাত্রা দেখতে রাস্তার ধারে মানুষের ভিড় জমে যায়, সে এক অপূর্ব দৃশ্য।
আরও পড়ুন: হেলমেট না পরে স্কুটি চালানোর মাশুল, কাজ থেকে বাড়ি ফেরা হল না কিশন খড়িয়ার
প্রায় ঘণ্টা তিনেকের প্রদর্শনী শেষে শোভাযাত্রায় অংশগ্রহণ করে কয়েক হাজার মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নানা সাজে সজ্জিত মানুষের এই শোভাযাত্রা বের হয়েছিল বেলা ১১.৩০ নাগদ। পাঁচলা মোড় থেকে বুড়িখালি পর্যন্ত শোভাযাত্রা চলে। বাদ্যযন্ত্র সহ বিভিন্ন থিমে সাজানো এই শোভাযাত্রা দেখতে কয়েক হাজার মানুষ হাজির ছিলেন।
advertisement
advertisement
রঘুদেবপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের ব্যবস্থাপনায় এই গোটা আয়োজন হয়েছিল। গত কয়েক বছরের মত এবারও মহা ধুমধাম করে যাবতীয় রীতি মেনে এখানে জন্মাষ্টমীর পুজো হয়েছে। ভক্তরা এসে অত্যন্ত তৃপ্তি অনুভব করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2024 9:42 PM IST