TATA Steel: দৈনিক বেতন প্রায় ৪ লক্ষ টাকা! আসানসোলের এই ব্যক্তি টাটা স্টিলের 'বাবুমশাই', চিনে নিন তাঁকে...

Last Updated:

Tata Steel: কৌশিক চ্যাটার্জী। বর্তমানে টাটা স্টিলের চিফ ফিনান্সিয়াল অফিসার। এক্সিকিউটিভ ডিরেক্টরও। সংস্থার সিইও'র সমান ক্ষমতা রয়েছে তাঁর হাতেও।

কৌশিক চ্যাটার্জী।
কৌশিক চ্যাটার্জী।
আসানসোল: আসানসোলের ছেলে। পড়াশোনা করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। চোখে অনেক স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলেন টাটা গ্রুপে। তারপর শুধু তিনি এগিয়ে গিয়েছেন। বর্তমানে টাটা গ্রুপে সবচেয়ে বেশি বেতন পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি একজন। টাটা স্টিল পরিচালনার দায়িত্ব যাদের কাঁধে রয়েছে, সেই তালিকায় রয়েছেন এই বাঙালিও।
রিপোর্ট অনুযায়ী, তার দৈনিক আয় প্রায় চার লক্ষ টাকা। শহরবাসীর কাছে এ তো গর্ব করার মতো বিষয়ই বটেই! কিন্তু তাঁকে চেনেন ক’জন? তিনি কৌশিক চট্টোপাধ্যায়। বর্তমানে টাটা স্টিলের চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO)। এক্সিকিউটিভ ডিরেক্টরও। সংস্থার সিইও’র সমান ক্ষমতা রয়েছে তাঁর হাতে।
আরও পড়ুনঃ দিঘায় প্রবল উত্তাল সমুদ্র আছড়ে পড়ছে, মুহুর্মুহু এ কী ঘটছে! দিশেহারা পর্যটকরা
দেশের অন্যতম বৃহত্তম সংস্থা টাটার যতজন উচ্চ বেতন পাওয়া কর্মী রয়েছেন, তাদের মধ্যে একজন কৌশিক চট্টোপাধ্যায়। একটি সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে তার বার্ষিক আয় ১৪.২১ কোটি টাকা। যদিও গত বছর সেই আয় আরও কিছুটা বেশি ছিল। তিনি গত অর্থ বর্ষে ১৫ কোটি টাকার বেশি মাইনে পেয়েছিলেন সংস্থা থেকে।
advertisement
advertisement
বিভিন্ন ফিনান্সিয়াল সংস্থাগুলির হিসাব অনুযায়ী, টাটা গ্রুপে কর্মরত কর্মচারীদের মধ্যে কৌশিক চট্টোপাধ্যায়ের উপরে রয়েছেন মাত্র কয়েকজনই। রিপোর্ট অনুযায়ী বেতনের ভিত্তিতে কৌশিক চট্টোপাধ্যায়ের উপরে রয়েছেন টাটা মোটরসের পিভি বালাজি। তার বার্ষিক আয় ১৬.৭৩ কোটি টাকা। আর তার উপরে রয়েছেন টাটা স্টিলের সিইও টিভি নরেন্দ্রন। তাঁর বার্ষিক আয় ১৮ কোটি টাকার বেশি।
advertisement
আরও পড়ুনঃ পাঁঠার মাংসের চেয়েও দামি! ‘এই’ সবজির স্বাদ-পুষ্টিগুণও প্রচুর, আপনার বাড়িতে খান?
কিন্তু কেমন ছিল কৌশিক চট্টোপাধ্যায়ের জীবনের শুরুটা? জানা গিয়েছে, কৌশিক চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসানসোলের সেন্ট প্যাট্রিক্স থেকে পড়াশুনা। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম অনার্স পাস করেন। কৌশিক চট্টোপাধ্যায় বর্তমানে ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টেন্ট অব ইন্ডিয়ার একজন ফেলো সদস্য।
advertisement
যদিও কৌশিক চট্টোপাধ্যায় শুধুমাত্র টাটা স্টিল নয়, তার আগে কাজ করেছেন একটি নামী বিস্কুট কোম্পানিতে। মাত্র ৩৬ বছর বয়সেই টাটা স্টিলে বড় দায়িত্ব পান। টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছিলেন। ২০১২ সাল থেকে তিনি টাটা স্টিলের চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কর্মরত। একইসঙ্গে সংস্থা তাঁকে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে বসায়। টাটার এই বাবুমশাইয়ের হাতে রয়েছে আরও কিছু বাড়তি ক্ষমতা। যা সংস্থা যা সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসারের ক্ষমতার প্রায় সমতুল্য।
advertisement
জানা যায়, শুধু টাটা স্টিল নয়, গোটা দেশের মধ্যে উচ্চ বেতন পাওয়া বেসরকারি আধিকারিকদের মধ্যে তিনি একজন। তবে তাঁর জীবনযাপন খুবই সাদামাটা। পরিচিতদের মধ্যে মাটির মানুষ বলেই পরিচিত। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অর্থাৎ আইএফআরএস-এর একজন ট্রাস্টি মেম্বার কৌশিক চট্টোপাধ্যায়। সেবির প্রাইমারি মার্কেট অ্যাডভাইসারি কমিটির সদস্য।
টাটা স্টিলের এই পদাধিকারী অর্থাৎ কৌশিক চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালে। ১৯৯৫ সালে তিনি টাটা স্টিল জামশেদপুরে কাজে যোগদান করেন। পরে ১৯৯৯ সালে তাকে টাটা সন্স’এ পাঠানো হয়। ২০০৩ সালে তিনি টাটা স্টিলে ফিরে আসেন। ২০০৮ সালে তাকে গ্রুপ সিএফও পদে প্রমোশন দেওয়া হয়। ২০১২ সালের ৯ নভেম্বর তিনি টাটা স্টিলের চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কাজ শুরু করেন। ২০১৩ সালে তাকে সংস্থা গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ দেয়। তারপর ২০১৭ সালে তাঁকে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার পদে পাঠানো হয়। আর এ ভাবেই ধীরে ধীরে নিজের সাফল্যের দিকে এগিয়ে গিয়েছেন কৌশিক চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর দৈনিক বেতন প্রায় চার লক্ষ টাকা।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TATA Steel: দৈনিক বেতন প্রায় ৪ লক্ষ টাকা! আসানসোলের এই ব্যক্তি টাটা স্টিলের 'বাবুমশাই', চিনে নিন তাঁকে...
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement