Money Recovery at Howrah: শিবপুরে শৈলেশের দুই ফ্ল্যাটে ৮ কোটি, সঙ্গে আর কী কী উদ্ধার? জানালো পুলিশ

Last Updated:

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হাওড়ার অপ্রকাশ মুখার্জী লেনে শৈলেশের দ্বিতীয় ফ্ল্যাটে হানা দিয়ে মোট ৫ কোটি ৯৫ টাকা উদ্ধার করা হয়৷

#কলকাতা: হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পান্ডের দু'টি ফ্ল্যাট থেকে মোট ৮ কোটি ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ বিবৃতি দিয়ে এমনই দাবি করেছে কলকাতা পুলিশ৷ সঙ্গে প্রকাশ করা হয়েছে উদ্ধার হওয়া টাকার ছবিও৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হাওড়ার অপ্রকাশ মুখার্জী লেনে শৈলেশের দ্বিতীয় ফ্ল্যাটে হানা দিয়ে মোট ৫ কোটি ৯৫ টাকা উদ্ধার করা হয়৷ এর আগে শনিবার রাতে শিবপুরেই শৈলেশ পান্ডের অন্য একটি আবাসনে গাড়ির ভিতর থেকে ২ কোটি টাকা উদ্ধার করে পুলিশ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে ৫০০ এবং ২০০০ টাকার নোট৷ এর পাশাপাশি ওই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দু' দিনের তল্লাশিতে হাওড়ার দু'টি ফ্ল্যাট থেকে বেশ কিছু গয়না, দু'টি ল্যাপটপ, একটি ট্যাবলেট এবং বেশ কিছু ব্যাঙ্কের নথি উদ্ধার করা হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ পায়নি পুলিশ৷ শৈলেশের সঙ্গে তাঁর দুই ভাইকেও খুঁজছে পুলিশ৷
advertisement
লোন পাইয়ে দেওয়ার নাম করে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে শৈলেশ পান্ডের বিরুদ্ধে৷ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে শৈলেশের নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়৷ সেই সূত্রেই শৈলেশের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ৷ শনিবার রাতে প্রথমে হানা দেওয়া হয় হাওড়ার শিবপুরে৷
পুলিশ সূত্রে খবর, এই শৈলশ পান্ডে পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সাদা করার কাজও সে করত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Recovery at Howrah: শিবপুরে শৈলেশের দুই ফ্ল্যাটে ৮ কোটি, সঙ্গে আর কী কী উদ্ধার? জানালো পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement