Kolkata Police: ছিঃ ছিঃ! লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যা করতেন কলকাতা পুলিশের এই কনস্টেবল..., নোংরা কীর্তি ফাঁস হতেই শোরগোল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Kolkata Police: লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরি। অভিযুক্ত কলকাতা পুলিশ কনস্টেবল। প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ সিঁথি থানার এক কনস্টেবলের বিরুদ্ধে৷
বাঁকুড়া: লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরি। অভিযুক্ত কলকাতা পুলিশ কনস্টেবল। বাঁকুড়া বিষ্ণুপুর থানাকে তদন্তে সবুজ সঙ্কেত। তদন্ত এগিয়ে নিয়ে যেতে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ৬-৭ অভিযোগ একযোগে তদন্ত করতে নির্দেশ। ৩ মাস পর তদন্ত নিয়ে অভিযোগ থাকলে হাইকোর্টে আসতে পরামর্শ মামলাকারীদের। প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ সিঁথি থানার এক কনস্টেবলের বিরুদ্ধে৷ বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ।
কখনও প্রাথমিক শিক্ষক পদে আবার কখনও সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল সিঁথি থানার কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত এক চাকরিপ্রার্থী। অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
জানা গেছে, গত ৪ জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের মল্লেশ্বর সাহা পাড়া এলাকার বাসিন্দা পার্থসারথি সাহা তাঁর নিকট আত্মীয় পেশায় সিঁথি থানায় কর্মরত কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে পার্থ সারথি সাহা দাবি করেন সিঁথি থানায় কর্মরত অভিযুক্ত কনস্টেবল প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২০২২ সাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আবার কখনও নগদে তাঁর কাছ থেকে দফায় দফায় মোট ৮ লক্ষ টাকা নিয়েছেন।
advertisement
এছাড়াও অভিযোগ পত্রে ওই কনস্টেবলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এনেছেন অভিযোগকারী পার্থ সারথি সাহা। অভিযোগ চাকরী প্রার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত কখনও নিজের ইউপিআই ব্যবহার করেছেন, আবার কখনও স্ত্রী শম্পা সাহা এবং জনৈক গোপাল হালদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। অবিলম্বে অভিযুক্ত কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন চাকরীপ্রার্থী পার্থ সারথি সাহা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolkata Police: ছিঃ ছিঃ! লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যা করতেন কলকাতা পুলিশের এই কনস্টেবল..., নোংরা কীর্তি ফাঁস হতেই শোরগোল