আলিপুর চিড়িয়াখানায় ৩০০ প্রাণীর গরমিল! বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ, জানেন কী করল কর্তৃপক্ষ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
আলিপুর চিড়িয়াখানার প্রাণী নিখোঁজ বিতর্কের মাঝে বদলি ডিরেক্টর। প্রায় ৩০০ টি প্রাণীর হদিস পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ ছিল।
আলিপুর, নবাব মল্লিক: আলিপুর চিড়িয়াখানার প্রাণী নিখোঁজ বিতর্কের মাঝে বদলি ডিরেক্টর। প্রায় ৩০০ টি প্রাণীর হদিস পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ ছিল। এর মধ্যেই আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখার্জিকে দার্জিলিংয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে বদলি করা হয়েছে।
যদিও এটি রুটিন বদলি এবং এই বিতর্কের আগেই কাজটি করা হয়েছে বলে জানান হয়েছে উচ্চতর কর্তৃপক্ষের পক্ষ থেকে। বর্তমানে তৃপ্তি সহকে এই জায়গায় আনা হয়েছে। তিনি অতিরিক্ত প্রজেক্ট ডাইরেক্টর ইনস্টিটিউট অফ এনভাইরোমেন্টাল স্টাডিস এন্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন।
advertisement
advertisement
একটি সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রাণী নিখোঁজ নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা করা হয়েছে। পিটিশনটি ৬ অগাস্ট শুনানির কথা রয়েছে। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এই ভুল প্রযুক্তিগত ত্রুটি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই বিতর্কের মাঝেই অরুণ মুখার্জিকে বদলির একটি রুটিন বদলি বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। অরুন মুখার্জি চিফ কনজারভেটের অফ ফরেস্ট এবং কনজারভেটেভের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। এখন থেকে তিনি দার্জিলিংয়ে থাকবেন। তবে প্রাণী নিখোঁজ বিতর্কের জেরে আন্দোলন করছে কিছু ব্যক্তি। তারা তদন্তের দাবিও তুলেছে। এদিকে এই জল কতদূর গড়ায় সেদিকে তাকিয়ে সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 6:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আলিপুর চিড়িয়াখানায় ৩০০ প্রাণীর গরমিল! বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ, জানেন কী করল কর্তৃপক্ষ