#কোলাঘাট: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Kolaghat Thermal Power Station Fire )। তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর মজুদ কয়লার গুদামে আগুন লাগে। জানা যায়, বিকেল চারটে নাগাদ কয়লা গুদামে আগুন লাগে (Kolaghat Thermal Power Station Fire)। সঙ্গে সঙ্গে ছুটে আসে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ২টি দমকলের ইঞ্জিন।
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক আধিকারিক অপু মজুমদার জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কীভাবে এই আগুন লাগল, তা স্পষ্ট নয় কর্তৃপক্ষের কাছে! বিশেষজ্ঞরা মনে করছেন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই এ হেন অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্কিত প্লান্টের কর্মীরা।
এর আগে ২০১৬ সালেও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।