Gangasagar: মকর সংক্রান্তির স্নানের পরও গঙ্গাসাগরে থিক থিক ভিড় কীসের!
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
গঙ্গাসাগরে শেষ হয়ে গিয়েছে মকর সংক্রান্তির পূণ্য স্নান। কিন্তু তারপরেও গঙ্গাসাগরে ভিড় জমাচ্ছেন অনেকেই। ভাঙা মেলার টানেই এই ভিড় সেখানে।
গঙ্গাসাগর: গঙ্গাসাগরে শেষ হয়ে গিয়েছে মকর সংক্রান্তির পূণ্য স্নান। কিন্তু তারপরেও গঙ্গাসাগরে ভিড় জমাচ্ছেন অনেকেই। ভাঙা মেলার টানেই এই ভিড় সেখানে। কী এই ভাঙা মেলা, মূলত গঙ্গাসাগর মেলার বর্ধিত রূপ হল এই মেলা। মকর সংক্রান্তির পর থেকে শুরু হয় এই মেলা। এই মেলায় আসেন স্থানীয়রা।গঙ্গাসাগর মেলার পর ভিন রাজ্যের পূণ্যার্থীরা বাড়িতে ফিরে যান। একে একে ভাঙা হয় অস্থায়ী ছাউনি গুলি। আর এরমধ্যেই রমরমিয়ে চলে এই ভাঙা মেলা।
এই ভাঙা মেলা একেবারে সাগর দ্বীপের মানুষজনের মেলা বলা চলে। বিক্রেতারা নিজেদের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। যেখানে শাল, কম্বল, মাদুর সহ গৃহস্থালির অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই মেলা নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, গঙ্গাসাগর মেলা চলাকালীন কপিলমুনি চত্বরে ভিন রাজ্য থেকে পূণ্যার্থীরা আসেন। সেসময় সেই ভিড় সাগর দ্বীপের মানুষজন এড়িয়ে চলেন। এরপর গঙ্গাসাগর মেলা শেষ হলেই। সাগরদ্বীপের মানুষরা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই ভাঙা মেলার উপরেই ভরসা করেন।
advertisement
advertisement
এদিকে ব্যবসায়ীরা যাঁরা মেলায় দোকান দেন তারা দোকানের জিনিসপত্র আর বাড়ি ফেরত নিয়ে যেতে চান না সহজেই। ফলে এই মেলায় কিছুটা কম দামেও ভাল জিনিস পাওয়া যায়।এই মেলা শেষ হলে মেলা চত্বর পরিস্কার করার কাজ শুরু করা হবে। তারপর ফাঁকা হয়ে যাবে সবকিছু। আপাতত এই ভাঙা মেলা ভিড় জমিয়ে রেখেছে কপিলমুনি চত্বরে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2025 5:42 PM IST









