North 24 Parganas News: উপমহাদেশের দূর্লভ এই গাছকে বাঁচাতে বসিরহাটে সরে গিয়েছিল ব্রিজ!

Last Updated:

বসিরহাট শহর ও গ্রামের মিলনক্ষেত্র ইছামতী সেতু। আর এই সেতু তৈরির আকার পরিবর্তন এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীণরা।

+
প্রাচীন

প্রাচীন নিশিপদ্ম গাছ

বসিরহাট: বসিরহাট প্রাচীন সময়ের যেসব গাছ আছে তার মধ্যে অন্যতম নিশিপদ্ম গাছ। যার নাইট ক্যুইন’ খুবই সহজ একটি নাম। আর এই নামটি শুনে সহজেই অনুমান করা যায় রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি। ইছামতীর তীরে বসিরহাট শহরে সেতুর কোলঘেঁষে দেখা মিলবে এই গাছের। নিশিপদ্ম গাছ যা ভারতীয় উপমহাদেশে খুবই দূর্লভ। এক কথায় নদীর নাম ইছামতী, শহরের নাম বসিরহাট। বসিরহাট শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতীয় উপমাহাদেশে বিরল প্রাজাতির এই গাছের।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের দফতর ও বসিরহাটের ইছামতি নদীর তীরে গড়ে ওঠা সেতুর ঠিক কোল ঘেঁষে দেখা মিলবে। বসিরহাট শহর এ গ্রামের মিলনক্ষেত্র ইছামতী সেতু। আর এই সেতু তৈরির আকার পরিবর্তনে এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীনদের মধ্যে অনেকেই। ইছামতি নদীর উপর গড়ে ওঠা সেতুটির আকার অনেকটা ইংরেজি এইচ অক্ষরের মতো করতে হয়েছিল।
advertisement
advertisement
বিরল এই নিশিপদ্ম গাছটিকে রক্ষা করার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখতেই সেতুর এমন আকার করা হয়েছিল বলে জানা যায়। যদিও আম্ফন ঝড়ে গাছটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপরে আজও গাছটি মাথা তুলে যেন বসিরহাটের ঐতিহ্যের জানান দেয়। বসিরহাট সেতু তৈরির সময়ে গাছটিকে বিশেষ কৌশলে সংরক্ষণ করলেও গাছটি ভগ্নাপ্রায় হতে চলেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকার অনেকেই গাছটিকে প্রয়োজনীয় সংরক্ষণের দাবি জানিয়েছেন।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: উপমহাদেশের দূর্লভ এই গাছকে বাঁচাতে বসিরহাটে সরে গিয়েছিল ব্রিজ!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement