North 24 Parganas News: পেশা বাঁচাতেই ছেলে গিয়েছিলেন ব্রিগেডে, তারপর...? কোথায়...? চোখের জলে কাকুতি মিনতি বাবার!

Last Updated:

North 24 Parganas News: ছেলেকে হারিয়ে এখন দু'চোখে জল নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রশাসন থেকে সাংসদের দরজায় দরজায় ঘুরছেন বারাসাতের এক অসহায় বাবা।

অসহায় বাবা
অসহায় বাবা
উত্তর ২৪ পরগনা: স্থানীয় শাসকদলের নেতার নির্দেশে কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভায় যাওয়াই হল কাল। ছেলেকে হারিয়ে এখন দু’চোখে জল নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রশাসন থেকে সাংসদের দরজায় দরজায় ঘুরছেন বারাসাতের এক অসহায় বাবা।
জানা গিয়েছে ব্রিগেডে গিয়ে আর বাড়ি ফেরেনি বারাসতের যুবক। সূত্রের খবর, নিখোঁজ যুবক বারাসত পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লীর বাসিন্দা বছর তেত্রিশের বিকাশ সরকার। তাঁর বাবা বুদ্ধদেব সরকার পেশায় ভ্যানচালক। রুটি রুজি টিকিয়ে রাখতে স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশে তাঁকে ও তাঁর ছেলে বিকাশ সরকারকে যেতে হয়েছিল কলকাতার ব্রিগেড মিটিংয়ে। বাসে করে তাঁদের নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
কিন্তু কলকাতা পুলিশ শিয়ালদহতেই তাঁদের বাস আটকে দেয়। সেখান থেকে বাসে থাকা কিছু তৃণমূল কর্মী সমর্থক বাস থেকে নেমে পায়ে হেঁটে বিগ্রেডের দিকে রওনা দেন। কিন্তু বিকাশ ওই কর্মীদের সঙ্গে না গিয়ে বাসেই বসে থাকেন। এরপর মিটিং শেষে কর্মীরা বাসে ফিরে এলে বিকাশকে আর দেখতে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি ও ঘোষণাতেও বিকাশ বাসে ফিরে না এলে শিয়ালদহতেই কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার।
advertisement
ছেলে বিকাশ মানসিক ভারসাম্যহীন হওয়ায় দুশ্চিন্তা আরও বাড়ে। রাত কেটে ভোর হলেও ছেলের খোঁজ না মেলায় সাংসদেরও দ্বারস্থ হন বাবা বুদ্ধদেব। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান স্থানীয় বারাসত থানায় অভিযোগ জানাতে। সেইমতো বারাসাত থানাতেও জানান অভিযোগ। তবে বারাসাত থানার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যেহেতু কলকাতাতে অভিযোগ লিপিবদ্ধ হয়েছে তাই ওই অভিযোগের ভিত্তিতেই তারা খোঁজ চালাবেন নিখোঁজ যুবকের। অসহায় রিক্সাচালক বাবা ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে পুলিশ আধিকারিকদের। পেশা বাঁচাতে ব্রিগেডে গিয়েও শেষ রক্ষা হল না, এখন রুটি-রুজি বন্ধ করে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজ ছেলেকে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পেশা বাঁচাতেই ছেলে গিয়েছিলেন ব্রিগেডে, তারপর...? কোথায়...? চোখের জলে কাকুতি মিনতি বাবার!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement