Paschim Medinipur News: বোমা তৈরির কৌশল শেখান! বিপ্লবী হেমচন্দ্রের শৈশব ছিল কেমন, রইল সেই ইতিহাস...

Last Updated:

Paschim Medinipur News: পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে জন্ম বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর। কেমন ছিল তাঁর শৈশব? জেনে নিন।

+
হেমচন্দ্রের

হেমচন্দ্রের মামাবাড়ি

পশ্চিম মেদিনীপুর: পরাধীন ভারতের যিনি বোমা তৈরির কৌশল শিখিয়েছিলেন তিনি অবিভক্ত মেদিনীপুরের বর্তমানে নারায়ণগড় ব্লকের বাসিন্দা হেমচন্দ্র কানুনগো। দেশমাতৃকা স্বাধীন করতে যাঁর ভূমিকা ছিল অনন্য। পরাধীন ভারতবর্ষে যিনি বিদেশে গিয়ে বোমা তৈরির কৌশল শিখে এসেছিলেন। তিনি জন্মেছিলেন অবিভক্ত মেদিনীপুরে। যিনি একাধারে অঙ্কন প্রশিক্ষক এবং অন্য দিকে সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে অন্যতম বীর বিপ্লবী। তিনি জন্মেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের রাধানগর গ্রামে। তাঁর বাড়ি থেকে সামান্য কিছুটা দূরেই তার মামাবাড়ি। সেখানেও তিনি কাটিয়েছেন তাঁর ছেলেবেলা। মামা বাড়িতে থেকেও সংগঠিত করেছিলেন যুবকদের। জানেন কোথায় তার মামার বাড়ি? কতটাই বা আদরের ছিলেন তিনি?
পরাধীন ভারতবর্ষের ভারতের জাতীয় পতাকার প্রথম রূপকার বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। তিনি প্রথম বাঙালি যিনি প্যারিসে গিয়ে শিখেছিলেন বোমা তৈরির কৌশল। তার তৈরি বোমা ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকী অত্যাচারী কিংসফোর্ডকে মারতে ব্যবহার করেছিলেন। কিন্তু জানেন কি বিপ্লবী হেমচন্দ্র কানুনগো ছিলেন তার মামা বাড়ির খুব আদরের। অনেক সময় তিনি কাটিয়েছেন মামা বাড়িতে।মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের খণ্ডরুই এলাকায় রয়েছে হেমচন্দ্র কানুনগোর মামার বাড়ি। হেমচন্দ্র কানুনগোর মামারবাড়িতে ছিল জমিদাররাজ।
advertisement
এলাকায় ছিল জমিদার বাড়ি। সেখানে তিনি যেতেন বহুবার। এখনও তার মামার বাড়ি সামান্য কিছু ধ্বংসাবশেষ রয়েছে। রয়েছে পরিবারের উত্তর পুরুষেরা। পরিবার সূত্রে খবর এবং ইতিহাসবিদেরা মনে করেন, হেমচন্দ্র কানুনগো মামার বাড়িতে বসেও বিপ্লবী কার্যকলাপ চালিয়েছেন। এখানে এলাকার তরুণদের উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রতি। করেছিলেন সংগঠনও। তবে এখন ক্রমশ ধ্বংসের মুখে মামা বাড়ির সেই জমিদার রাজের ইতিহাস। তবে এখনও তার পরিবারের উত্তরসুরিরা স্মরণ করে হেমচন্দ্রের জীবনের নানা কাহিনি।
advertisement
advertisement
পরে আলিপুর বোমা মামলায় তিনি দোষী সাব্যস্ত হন, বিচারে তার দ্বীপান্তর হয়। ফিরে এসে শেষ বয়স কাটিয়েছিলেন নিজের বাসভূমিতে। আসতেন মামার বাড়ি। হেমচন্দ্রের কৃতিত্বে এবং বৈপ্লবিক চিন্তা ধারায় গর্বিত মামার বাড়ির উত্তর পুরুষেরা। তবে মামা বাড়িতে হেমচন্দ্রের সেই স্মৃতি আগলে রেখেছেন উত্তর পুরুষেরা। সেই মন্দিরের ধ্বংসাবশেষ এখন কার্যত বিলীনের পথে, তবুও সেদিনের স্মৃতি টাটকা সকলের কাছে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: বোমা তৈরির কৌশল শেখান! বিপ্লবী হেমচন্দ্রের শৈশব ছিল কেমন, রইল সেই ইতিহাস...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement