Kirti Azad: নাম ঘোষণা হতেই ময়দানে আজাদ, প্রথম দিন প্রচারে নেমেই কী করলেন তৃণমূল প্রার্থী?
- Published by:Debamoy Ghosh
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
গতকালই প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল তাঁর। ব্রিগেড থেকে রাতেই সোজা চলে আসেন বর্ধমানে।
বর্ধমান: ক্রিকেটই তাঁর প্রথম প্রেম। প্রচারে বেরিয়ে বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে ঢুকে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটার কীর্তি আজাদ। প্রচারে বেরিয়ে সোজা চলে গেলেন ক্রিকেট মাঠে। ক্রিকেটের মাঠ থেকেই জনসংযোগ শুরু করলেন একসময়ের দাপুটে ক্রিকেটার কীর্তি আজাদ।
গতকালই প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল তাঁর। ব্রিগেড থেকে রাতেই সোজা চলে আসেন বর্ধমানে। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে রাতে চলে যান দুর্গাপুরে। সোমবার সকালে ফের চলে আসেন বর্ধমানে। যান শহরের রাধারানি স্টেডিয়ামে। ক্রিকেটারদের সঙ্গে খেলতে ব্যাট হাতে মাঠে নামেন। পরিচিত হন তাঁদের সঙ্গে। নতুন প্রজন্মের খেলোয়ারদের শরীরচর্চা ও ফিট থাকার বিষয়ে পরামর্শও দেন তিনি।
advertisement
advertisement
প্রার্থী ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ময়দানে নেমে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সোমবার সকালে দুর্গাপুর থেকে বর্ধমানে আসেন তিনি। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পুরসভার একাধিক কাউন্সিলর ও দলের কর্মীদের নিয়ে প্রার্থী যান বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে।পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে কীর্তি আজাদ নিজের প্রচারের জন্য দেওয়াল লেখেন।
advertisement
এরপরই সদলবলে পৌঁছে যান রাধারানি স্টেডিয়ামে। সেখানে খুদে খেলোয়াড়দের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। চারটি বলে ব্যাট করে তিনি বুঝিয়ে দেন এখনও কতটা স্বচ্ছন্দ তিনি। তবে একজন প্রাক্তন জাতীয় খেলোয়াড় হিসেবে বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের প্রতি তাঁর পরামর্শ, ফিট থাকার জন্য খাওয়াদাওয়ার প্রতি সচেতন হতে হবে।বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে। জীবনে শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি আরও জানান, এই কেন্দ্র থেকে জিতলে খেলাধুলোর মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেবেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 6:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kirti Azad: নাম ঘোষণা হতেই ময়দানে আজাদ, প্রথম দিন প্রচারে নেমেই কী করলেন তৃণমূল প্রার্থী?