CAA implemented in India: সিএএ বিজ্ঞপ্তি জারি, ভোটের আগেই দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন

Last Updated:

২০১৯ সালে সংসদে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কিন্তু তার পর থেকে বিধি তৈরির কারণে পাঁচ বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি৷

নয়াদিল্লি: প্রত্যাশিত ভাবেই লোকসভা নির্বাচনের ঠিক মুখে সিএএ আইন কার্যকর হয়ে গেল৷ সিএএ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এর সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেই সরকারি ভাবে সিএএ কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
২০১৯ সালে সংসদে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কিন্তু তার পর থেকে বিধি তৈরির কারণে পাঁচ বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি৷ যদিও গত বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা দাবি করছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ-এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে৷
advertisement
advertisement
সিএএ আইনের অধীনে প্রতিবেশী তিন দেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষ সিএএ আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷
২০১৯ সালে সংসদে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কিন্তু তার পর থেকে বিধি তৈরির কারণে পাঁচ বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি৷ যদিও গত বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা দাবি করছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ-এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে৷
advertisement
সিএএ আইনের অধীনে ঠিক কী পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে, তারই পদ্ধতি এ দিন জানিয়ে দেওয়া হবে৷ কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি করা হচ্ছে, নাগরিকত্বের জন্য আবেদনের পদ্ধতি একেবারেই সরল রাখা হচ্ছে৷ সম্ভবত লোকসভা নির্বাচনের আগে নিজেদের আস্তিনের শেষ তাস বের করতে চলেছেন মোদি-শাহরা৷
সূত্রের খবর, সিএএ আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করার জন্য একটি পোর্টাল চালু হবে৷ সেই পোর্টালের মাধ্যমেই মোবাইল নম্বর দিয়ে ওটিপি-র মাধ্যমে নাগরিকত্ব পেতে আগ্রহীরা নাম নথিভুক্ত করতে পারবেন৷
advertisement
পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে সিএএ আইন কার্যকর হওয়া লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড় অস্ত্র হতে চলেছে৷ বিশেষত পশ্চিমবঙ্গে মতুয়া ভোটব্যাঙ্ককে নিজেদের অনুকূলে টানতে সিএএ আইন বিজেপির প্রচারের বড় অস্ত্র হতে চলেছে৷
মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা বার বারই সিএএ-এর বিরোধিতা করে এসেছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য বার বার দাবি করেছেন, সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য কার্যকর করা হচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CAA implemented in India: সিএএ বিজ্ঞপ্তি জারি, ভোটের আগেই দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement