CAA implemented in India: সিএএ বিজ্ঞপ্তি জারি, ভোটের আগেই দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন

Last Updated:

২০১৯ সালে সংসদে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কিন্তু তার পর থেকে বিধি তৈরির কারণে পাঁচ বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি৷

নয়াদিল্লি: প্রত্যাশিত ভাবেই লোকসভা নির্বাচনের ঠিক মুখে সিএএ আইন কার্যকর হয়ে গেল৷ সিএএ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এর সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেই সরকারি ভাবে সিএএ কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
২০১৯ সালে সংসদে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কিন্তু তার পর থেকে বিধি তৈরির কারণে পাঁচ বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি৷ যদিও গত বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা দাবি করছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ-এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে৷
advertisement
advertisement
সিএএ আইনের অধীনে প্রতিবেশী তিন দেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষ সিএএ আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷
২০১৯ সালে সংসদে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কিন্তু তার পর থেকে বিধি তৈরির কারণে পাঁচ বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি৷ যদিও গত বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা দাবি করছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ-এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে৷
advertisement
সিএএ আইনের অধীনে ঠিক কী পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে, তারই পদ্ধতি এ দিন জানিয়ে দেওয়া হবে৷ কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি করা হচ্ছে, নাগরিকত্বের জন্য আবেদনের পদ্ধতি একেবারেই সরল রাখা হচ্ছে৷ সম্ভবত লোকসভা নির্বাচনের আগে নিজেদের আস্তিনের শেষ তাস বের করতে চলেছেন মোদি-শাহরা৷
সূত্রের খবর, সিএএ আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করার জন্য একটি পোর্টাল চালু হবে৷ সেই পোর্টালের মাধ্যমেই মোবাইল নম্বর দিয়ে ওটিপি-র মাধ্যমে নাগরিকত্ব পেতে আগ্রহীরা নাম নথিভুক্ত করতে পারবেন৷
advertisement
পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে সিএএ আইন কার্যকর হওয়া লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড় অস্ত্র হতে চলেছে৷ বিশেষত পশ্চিমবঙ্গে মতুয়া ভোটব্যাঙ্ককে নিজেদের অনুকূলে টানতে সিএএ আইন বিজেপির প্রচারের বড় অস্ত্র হতে চলেছে৷
মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা বার বারই সিএএ-এর বিরোধিতা করে এসেছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য বার বার দাবি করেছেন, সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য কার্যকর করা হচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CAA implemented in India: সিএএ বিজ্ঞপ্তি জারি, ভোটের আগেই দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement