কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় দাঁতনের দশম শ্রেণীর ছাত্রের

Last Updated:

Kick Boxing: কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় দশম শ্রেণীর ছাত্রের

+
পদক

পদক হাতে ছাত্র 

পশ্চিম মেদিনীপুর: রাস্তাঘাটে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজন আত্মরক্ষার। তাই বর্তমান যুব প্রজন্মের কেউ কেউ শিখছেন ক্যারাটে, কেউ আবার বক্সিং।
কিক বক্সিংয়ে দাঁতনের ছেলের হাত ধরে এল সোনা। আর এতেই খুশি পরিবার-পরিজন থেকে সকলে। ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড কলেজ কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় করল দাঁতন ভাগবতচরণ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র শেখ গুলাম নাসিরুল্লাহ।
পড়াশোনার পাশাপাশি নিজের জেদ ও সকলের সহযোগিতা নিয়ে এই চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছে সে। সম্প্রতি শিলিগুড়ির বিধাননগরে আয়োজিত ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড কলেজ কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় তার।
advertisement
advertisement
প্রসঙ্গত, দশম শ্রেণীর ছাত্র শেখ গুলাম নাসিরুল্লার বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি প্রায় দু বছরের মতো প্রশিক্ষণ নিচ্ছে কিক বক্সিং-এ। আত্মরক্ষার পাশাপাশি মানসিক বিকাশেও সহযোগিতা করে এই কিক বক্সিং। শুধু তাই নয় এই কিক বক্সিং এর মাধ্যমে শারীরিকভাবে স্বাচ্ছন্দে থাকা যায়।
আরও পড়ুন- ‘পাঁচ মাস মাইনে পায় না ওরা’, বিশ্বকাপের মাঝে ভয়ঙ্কর দাবি! হইচই পড়ে গেল
প্রতিদিনই নিয়ম করে কিকবক্সিং প্র্যাকটিস করে দশম শ্রেণীর এই ছাত্র। সঙ্গে চলে পড়াশোনা।পরিবারের পাশাপাশি সর্বতো সাহায্য করে নাসিরুল্লার প্রশিক্ষক কৌশিক দাস।
advertisement
নাসিরুল্লাহ চায় পরবর্তীতে দেশের হয়ে সোনা জয় করতে। স্কুল, টিউশন, পড়াশোনা সামলে সারাদিন কঠোর প্র্যাকটিসের মধ্য দিয়ে প্রায় পাঁচশ এরও বেশি প্রতিযোগীকে হারিয়ে সোনা জয় করেছে দাঁতনের এই যুবক। মানসিক একাগ্রতা শারীরিক বৃদ্ধি এবং মানসিক স্থিরতা আনে কিক বক্সিং। শুধু তাই নয় আত্মরক্ষার অঙ্গ হিসেবে প্রয়োজন এই মার্শাল আর্ট শিক্ষার। মত বিশেষজ্ঞদের।
advertisement
আরও পড়ুন- ডোনা স্ত্রী হিসেবে মিষ্টি না তেতো? সৌরভের চমকে দেওয়া উত্তর, ‘ম্যাডাম তো…’
ছাত্রের এই সাফল্যে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে কৃতি এই ছাত্রকে। নাসিরুল্লার এই সাফল্যে খুশি সকলে
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় দাঁতনের দশম শ্রেণীর ছাত্রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement