কাজ নেই, তবে এবার ভোটটা অন্তত দিতে পারবো,আশায় বুক বাঁধছে খেজুরী

Last Updated:
#খেজুরী: গ্রামের পথে ঢুকতেই সাজানো বাগানে দণ্ডায়মান মাটির রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর৷ সিমেন্টের ফলকে খোদাই করা খেজুরী বন্দর থেকে তাদের বিদেশ যাত্রা গৌরবান্বিত ইতিহাস৷ তার ঠিক সামনেই আস্তিক দাসের টিনের ছাউনি দেওয়া ছোট্ট দোকান৷
তবে এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না৷ বারো ক্লাস পাশ করে দর্জির কাজ করতে চেন্নাই পাড়ি দিয়েছিল সদ্য কৈশোর পেরনো আস্তিক৷  কিছুবছর এদিক ওদিক টুকটাক কাজ৷ অবশেষে আশ্বাস মিলেছিল কাজ পাওয়ার৷ ফিরেও এসেছিল মাটির টানে৷ কোথায় সেই আশ্বাস?
ব্রিটিশ আমলে তৈরি ভারতের প্রথম ডাকঘর৷ ব্রিটিশ আমলে তৈরি ভারতের প্রথম ডাকঘর৷
advertisement
advertisement
হুগলি নদীর মোহনায় ম্যানগ্রোভ ঘেরা খেজুরীর অপূর্ব প্রান্তরে দাঁড়িয়ে একনাগাড়ে কথাগুলো বলে যাচ্ছিল আস্তিক৷ দুপুর গড়িয়ে দিন তখন বিকেলের পথে হেঁটেছে৷ "এই যে দেখছেন মোহনা, ওপারেই সাগর৷ কী সুন্দর না আমাদের গ্রাম? জানেন এখানে থেকেই বিদেশ গিয়েছিলেন রামমোহন রায়৷ ইংরেজদের তৈরি পোস্ট আপিসও রয়েছে আমাদের এখানে৷ যদি একটু কাজ পেতাম কোনও দিন বুড়ো বাবা, মাকে ছেড়ে যেতাম না এখান থেকে৷" একরাশ হতাশার মাঝেও আস্তিকের গলায় ফুটে উঠছিল খেজুরীর ঐতিহ্যের গর্ব৷
advertisement
আস্তিকের মতোই খেজুরী নিয়ে গর্ব রয়েছে গ্রামের প্রতিটা মানুষেরই৷ খেজুরী উপকূলে মৎস্যবন্দর, পর্যটন শিল্প, সুগার মিলের স্বপ্ন দেখে তারা৷ স্বপ্ন দেখে কাজ পাওয়ার৷ কেউ কাজের আশায় পাড়ি দেয় ভিন রাজ্যে৷ কেউ বা আশা ছেড়ে ছোটখাট দোকান, ভ্যান চালিয়েই আপোস করে নেয় নিয়তির সঙ্গে৷
খেজুরী৷ খেজুরী৷
advertisement
ভৌগলিক অবস্থান, ইতিহাস, সবদিক দিয়েই আদর্শ পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সবরকম সম্ভাবনা সত্ত্বেও খেজুরী পড়ে রয়েছে অবহেলিত৷ ইংরেজ আমলে তৈরি দেশের প্রথম ডাকঘর, কাউখালি লাইট হাউজের পাশেই রয়েছে সরকারি সৌন্দর্যায়নের একফালি নমুনা৷ "সন্ধে হলে এই পার্কে এসে বসি৷ ঠান্ডা হাওয়া দেয় এখানে৷ কতকিছু দেখার আছে বলুন তো এখানে৷ লোকজন এলে তো সরকারেরও লাভ৷ আমাদেরও কিছু রোজগার হয়৷ তবে পার্কটা হওয়ার পরে মনে হয় হয়তো এবার নজর দিচ্ছে একটু এদিকে৷"
advertisement
২০১৬ বিধানসভা নির্বাচনে ৫৪.৩ শতাংশ ভোট পেয়ে খেজুরী থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী রঞ্জিত মণ্ডল৷ আস্তিকের মতো আশা করে ভোট দিয়েছিল খেজুরীর প্রতিটা মানুষই৷ কাজ আসবে৷ আশাভঙ্গ হয়েছে৷ এবারের লোকসভা ভোটে সেই বেকারত্বের অভিযোগেই জর্জরিত সরকার৷ রাজ্য সরকারের ৯ লক্ষ মানুষকে চাকরি দেওয়ার দাবিকে হাতিয়ার করেই দায় ঝেড়ে ফেলতে চায় মোদি সরকারও৷ ক্ষোভ জমেছে খেজুরীরও৷ আগামী ১২ মে কাঁথি লোকসভায় ভোটগ্রহণ৷  ২০১৪ সালে বিজয়ী প্রার্থী তৃণমূলের শিশির অধিকারীর বিরুদ্ধে লড়বেন বামপ্রার্থী পরিতোষ পট্টনায়ক, কংগ্রেস প্রার্থী দীপক কুমার দাস ও বিজেপি প্রার্থী দেবাশীষ সামন্ত৷
advertisement
হুগলি নদীর মোহনা৷ হুগলি নদীর মোহনা৷
হতাশায় ডুবেও এবারের ভোটে খেজুরীর আশ্বাস একটাই৷ গত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত গঠন হওয়ায় ভোট দেওয়ার সুযোগটাই পায়নি খেজুরী৷ এবার অন্তত সে সুযোগটুকু পাওয়া যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজ নেই, তবে এবার ভোটটা অন্তত দিতে পারবো,আশায় বুক বাঁধছে খেজুরী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement