Kolkata Metro: 'ফেব্রুয়ারিতেই চিংড়িহাটা মেট্রোর কাজ শেষ করতে হবে', দিনক্ষণ জানিয়ে দিল হাইকোর্ট
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Kolkata Metro: চিংড়িহাটায় মেট্রোরেলের বকেয়া কাজ সম্পন্ন করতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করতে সময়সীমা।
কলকাতা: চিংড়িহাটায় মেট্রোরেলের বকেয়া কাজ সম্পন্ন করতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চে’র নির্দেশ,রাজ্য এবং ট্রাফিক পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে ৬ জানুয়ারি ২০২৬ মধ্যে।
১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করতে সময়সীমা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,’এখন বিভিন্ন ফেস্টিভ্যালের সময়। ভারতবর্ষ ফেস্টিভ্যালের দেশ। মেট্রোরেলের কাজের সঙ্গে বৃহত্তর জনগনের স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে আমরা সন্তুষ্ট নই।’
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
বারবার নির্দেশ দেওয়ার সত্ত্বেও সেটা বাস্তাবায়ন না হওয়ায় আমরা নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। ৪ সেপ্টেম্বর সব পক্ষের বৈঠকের পরে কাজের ব্যাপারে ঐক্যমত হওয়ার পরও সেটা বাস্তবায়ন করা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে
এমনকি গত বুধবার ১৭ ডিসেম্বর ফের সব পক্ষকে বৈঠকে বসে কাজের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেও তা ফলপ্রসূ না হওয়ায় এদিন ফের ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 12:48 PM IST










