ক্লাস চলতে চলতে বিকট শব্দ, আতঙ্কে চিৎকার! সাক্ষাৎ যমদূতের মুখোমুখি পড়ুয়ারা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
ক্লাস চলাকালীন হঠাৎ করে প্রচণ্ড শব্দে চাঙর ভেঙে পড়ে। আগেও হয়েছে এমন ঘটনা। আহত হয়েছেন শিক্ষক।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, শঙ্কর রাই: খড়গপুর পৌরসভা এলাকায় ক্লাস চলাকালীন বিদ্যালয়ে দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণ রক্ষা পেল পড়ুয়াদের। সপ্তাহের প্রথম দিনেই এই দুর্ঘটনার ভয়াবহতা আরও বাড়তে পারত। তবে বরাতজোরে তা হয়নি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সেদিন সকালে খড়গপুর সাউথ সাইড হিন্দি প্রাইমারি স্কুলে শুরু হয়েছিল ক্লাস। আর ক্লাস চলাকালীন ক্লাসরুমের ছাদের চাঙর ভেঙে পড়ে। যে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। তবে সৌভাগ্যক্রমে কোন পড়ুয়া আহত হয়নি।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্লাস চলাকালীন হঠাৎ করে প্রচণ্ড শব্দে চাঙর ভেঙে পড়ে। শিক্ষকরা তৎক্ষণাৎ শিশুদের ক্লাসরুম থেকে বের করে দেন। ছাত্রছাত্রীরা ভয় পেয়ে চিৎকার শুরু করলে, মুহূর্তে ছুটে আসেন অন্যান্য শিক্ষক এবং স্কুলকর্মীরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা স্কুলে পৌঁছে যান।
আরও পড়ুন : ঘরে-ঘরে খু*নোখু*নি! কুলটির শুটআউট কাণ্ডে ভাইয়ের পর গ্রেফতার মৃতের খুড়তুতো বোন
এই ঘটনায় পড়ুয়াদের পাশাপাশি আতঙ্কিত শিক্ষক-শিক্ষা কর্মীরা। তাছাড়া বিদ্যালয়ের ছেলেমেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এই বিষয়ে শিক্ষকদের অভিযোগ, এর আগেও এই স্কুলে চাঙর ভেঙে পড়ার ঘটনা হয়েছিল। তখন এক শিক্ষক গুরুতরভাবে আহতও হয়েছিলেন। সেই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ বারবার উচ্চতর মহলে লিখিত অভিযোগ জানিয়েছে। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে বিপজ্জনক পরিস্থিতিতেই চলছে ক্লাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্লাস চলতে চলতে বিকট শব্দ, আতঙ্কে চিৎকার! সাক্ষাৎ যমদূতের মুখোমুখি পড়ুয়ারা