বিজেপিই আসলে বাংলার দল! 'বহিরাগত' তকমা সরাতে মোদির নয়া যুক্তি

Last Updated:

নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। রাজ্যের শাসকদলকে সরিয়ে ক্ষমতায় আসার জন্য এক ইঞ্চিও ছাড়ছে না ভারতীয় জনতা পার্টি।

#খড়গপুর: বিজেপিই আসলে বাংলার দল। খড়গপুরের সভা থেকে জনতার উদ্দেশে ভাষণ রাখতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। রাজ্যের শাসকদলকে সরিয়ে ক্ষমতায় আসার জন্য এক ইঞ্চিও ছাড়ছে না ভারতীয় জনতা পার্টি। আর তার জন্যই বাংলায় আসতে মোদি-শাহ। এছাড়াও প্রচারে জাতীয় স্তরের বিজেপির নেতা মন্ত্রীরা আসছে। বহিরাগত বলে কটাক্ষও করেছে তাদের বিরোধীরা। সেই বহিরাগত তত্ত্বেরই পাল্টা জবাব দিতে গিয়ে আজ মোদি বললেন বিজেপি আসলে বাংলারই দল।
খড়গপুরের সভামঞ্চ থেকে তিনি এদিন বলেন, "বিজেপি জনসঙ্ঘের ছায়ায় তৈরি, যার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই সেই অর্থে বিজেপিই বাংলার দল। বাংলায় বিজেপি শাসন শুরু করার জন্যই মোদির এই মন্তব্য নতুন কৌশল বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। কারণ তাঁদের দিকে বার বার বহিরাগত তকমা উঠেছে।
এদিন বার বার তৃণমূল সর্বভারতীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আক্রমণ করেছেন তিনি। রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলছেন, দিদির দল নির্মমতার পাঠশালা। তোলাবাজির পাঠশালা। দিদির সিলেবাস হচ্ছে কাটমানি। বিজেপিই বাংলায় উন্নয়ন করতে পারবে এই। এমনকি এদিন এই আশ্বাসও মোদি দেন যে, ক্ষমতায় এলে ৭০ বছরের ক্ষতি পূরণ করবে বিজেপি সরকার। পাঁচ বছর সুযোগ দিলে কৃষি ও ছোট শিল্পকে এগিয়ে নিয়ে যাবেন বলেও দাবি করেন তিনি।
advertisement
advertisement
গতকাল রাতে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ডাউন হয়ে যায়। সেই প্রসঙ্গ টেনেও মমতাকে তোপ দাগেন তিনি। মমতাকে বিঁধে তিনি বলছেন, "উন্নয়ন 'ডাউন' হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে।" তাঁর কথায়, "মাত্র পঞ্চাশ মিনিটের জন্য হোয়াটস্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সবাই অস্থির হয়ে পড়েছেন। আর বাংলায় তো পঞ্চাশ বছর ধরে ডাউন হয়ে আছে বিকাশ ও উন্নয়ন।"
advertisement
প্রসঙ্গত এদিন সভার শুরুতেই বাংলার মাটি মাহাত্মকে স্মরণ করে ভাষণের সূচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে স্বাধীনতা সংগ্রামীদের কথা। তিনি বলেন, মাতঙ্গিনী হাজরা, দেবী চৌধুরানী মা সারদা, রানী রাসমণি দেবীর মতো মানুষ ধন্য করেছেন এই বাংলার মাটিকে। নারী জাতির আদর্শ গড়ে তুলেছেন। কিন্তু আজ সেই মাটিতেই স্তব্ধ হয়ে গিয়েছে উন্নয়ন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপিই আসলে বাংলার দল! 'বহিরাগত' তকমা সরাতে মোদির নয়া যুক্তি
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement