Katwa: দু'দিন ধরে নিখোঁজ, পাড়ার পুকুর থেকে উদ্ধার কাটোয়ার যুবকের মৃতদেহ! খু*ন হতে পারে বলে অভিযোগ পরিবারের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Katwa: পেশায় ওষুধের দোকানের কর্মী এই যুবক মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর ফেরেননি। পরিবারের তরফে কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এদিন পাড়ার পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হল।
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে পাড়ার পুকুর থেকে উদ্ধার হল যুবকের দেহ। এদিন পুকুরে ভেসে ওঠে কাটোয়ার ভূতনাথতলার বাসিন্দা কার্তিক মাঝি (৩২) নামে এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পেশায় ওষুধের দোকানের কর্মী কার্তিক মাঝি মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর ফেরেননি। পরিবারের তরফে কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। দু’দিন নিখোঁজ থাকার পর পাড়ার পুকুরে তাঁর মৃতদেহ ভেসে উঠল। পরিবারের তরফে অভিযোগ, কার্তিককে সম্ভবত খুন করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ সেনাবাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির স্মার্ট সু-সেন্সর লাগানো গাড়ি! মালদহের দুই পড়ুয়ার তাক লাগানো আবিষ্কার, দেশের সুরক্ষায় অভিনব ভাবনা
এদিন পাড়ার পুকুরে মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় কাটোয়া পুরসভার সাহেব বাগান এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুকুর থেকে মৃতদেহ তোলার পর আত্মীয়-স্বজনেরা কার্তিককে চিনতে পারেন। বাড়ির লোকের অভিযোগ, তাঁকে সম্ভবত খুন করা হয়েছে।
advertisement
advertisement
আজ পুকুরে মৃতদেহ ভাসছে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই কাটোয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 14, 2025 2:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Katwa: দু'দিন ধরে নিখোঁজ, পাড়ার পুকুর থেকে উদ্ধার কাটোয়ার যুবকের মৃতদেহ! খু*ন হতে পারে বলে অভিযোগ পরিবারের

