Kartik Puja: কাটোয়াবাসীর জন্য বড় চমক! শহরের বুকে থাইল্যান্ডের স্থাপত্য, 'স্যাংচুয়ারি অব ট্রুথ’ দেখতে উপচে পড়া ভিড়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Katwa Kartik Puja: কাটোয়ার ঝংকার ক্লাবকে ঘিরে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। ঝংকার ক্লাব কী করবে সেটার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন বহু মানুষ। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ প্যান্ডেল নিয়ে হাজির হয়েছে এই ক্লাব।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ আজ, সোমবার কাটোয়ার কার্তিক লড়াই। রবিবার থেকেই শহর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন থিম প্যান্ডেলে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। শহরের ছোট-বড় বিভিন্ন ক্লাব নিজের মতো করে দর্শনার্থীদের জন্য নানা থিম, প্যান্ডেল তুলে ধরেছে। তবে কাটোয়ার ঝংকার ক্লাবকে ঘিরে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। ঝংকার ক্লাব কী করবে সেটার জন্য রীতিমতো অপেক্ষায় থাকেন বহু মানুষ। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ প্যান্ডেল নিয়ে হাজির হয়েছে এই ক্লাব। এই বছর তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সবচেয়ে বড় কাঠের স্থাপনা ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’।
পুরো নির্মাণটি শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি হয়েছে, যা প্রাচীন থাই কাঠকারিগরির ঐতিহ্যকে সম্মান জানায়। এর প্রতিটি খোদাইয়ে ফুটে ওঠে হিন্দু ও বৌদ্ধ দর্শনের সুন্দর মেলবন্ধন। স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে গড়ে উঠেছে ঝংকার ক্লাবের থিম মণ্ডপ। ফলে এবার আর থাইল্যান্ডে উড়ে যাওয়ার দরকার নেই, কাটোয়া শহরেই দেখা যাবে এই বিস্ময়কর সৌন্দর্য!
advertisement
আরও পড়ুনঃ নাচে-গানে মাতৃভাষার জয়জয়কার! মঞ্চ কাঁপাচ্ছে পুরুলিয়ার সাঁওতালি পড়ুয়ারা, ধুতি-পাগড়ি পরে খুদেদের রিঞ্জা নাচ দেখুন
স্যাংচুয়ারি অফ ট্রুথের আদলে তৈরি এই মনোমুগ্ধকর প্যান্ডেল দেখতে ইতিমধ্যেই বহু দর্শনার্থী ভিড় করেছেন। ঝংকার ক্লাবের সদস্য অরুণ দাস জানিয়েছেন, “এবার প্রায় ২০ লক্ষ টাকা বাজেট। মেদিনীপুরের শিল্পী এই থিম সাজিয়েছেন। আগামী বৃহস্পতিবার অবধি দর্শনার্থীদের জন্য এই থিম থাকবে। চন্দননগরের আলোকসজ্জাও রয়েছে। আশা করছি সকলেরই ভাল লাগবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্যান্ডেলে উপস্থিত হয়ে অনিন্দিতা মুখার্জী, অর্পিতা মুখার্জীরা বলেন, ঝংকার কী থিম করবে সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি। এবার খুবই সুন্দর থিম করেছে। আমাদের বেশ ভাল লেগেছে। দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্লাবের তরফে নিরাপত্তারক্ষী এবং একাধিক সিসি ক্যামেরা রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 17, 2025 2:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja: কাটোয়াবাসীর জন্য বড় চমক! শহরের বুকে থাইল্যান্ডের স্থাপত্য, 'স্যাংচুয়ারি অব ট্রুথ’ দেখতে উপচে পড়া ভিড়
