বিয়েবাড়িতে এসে দুর্ঘটনা, মোষের শিং পেটে ঢুকে মোটরবাইক আরোহী যুবকের মৃত্যু কাটোয়ায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Katoa Accident: মোটরবাইকের সঙ্গে মোষের সংঘর্ষে বাইকের পিলিয়ন-আরোহী ইয়ারুল মল্লিকের পেটের ডানদিকে মোষের শিং ঢুকে গিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া : মোটরবাইকের সঙ্গে মোষের ধাক্কায় মোষের শিং পেটে ঢুকে যুবকের মৃত্যু হল কাটোয়ায়। কৈচর- বড়ডাঙা সড়কের শ্রীবাটি বাসস্ট্যান্ডের কাছে সকাল দশটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকের সঙ্গে মোষের সংঘর্ষে বাইকের পিলিয়ন-আরোহী ইয়ারুল মল্লিকের পেটের ডানদিকে মোষের শিং ঢুকে গিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
মোটরবাইক চালক রাজীব সেখ রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। গুরুতর জখম রাজীব সেখ ও ইয়ারুল মল্লিককে তাঁদের সঙ্গীরা গাড়ি করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক ইয়ারুল মল্লিককে (২৫) মৃত বলে ঘোষণা করেন। মোটরবাইক চালক রাজীব সেখের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
advertisement
আরও পড়ুন : বেআইনি বাজি কারখানার খবর দিলে পাঁচশো টাকা! কালী পুজোর আগে বড় ঘোষণা
মেমারি থানার আমাদপুরের কেজা গ্রামের বাসিন্দা ইয়ারুল মল্লিক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মঙ্গলকোটের গোবর্ধনপুর গ্রামে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী সেখ নুরসাত বলেন, সকালের দিকে বাইক করে গোবর্ধনপুর থেকে পাটুলি গ্রামে বিয়ে বাড়ি যাওয়ার পথে শ্রীবাটি গ্রামের কাছে আচমকা একটি মোষ রাস্তার মাঝে চলে আসে।ইয়ারুলদের মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোষকে ধাক্কা মারলে চতুষ্পদ প্রাণীটির শিং বাইকের পিছনে বসে থাকা ইয়ারুলের পেটে ঢুকে যায়। ঘটনার অভিঘাতে রাজীব সেখ রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
advertisement
advertisement
আরও পড়ুন : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
মোটরবাইক দুর্ঘটনার কথা জানাজানি হতেই বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে আসে। এদিকে ইয়ারুলের আত্মীয়স্বজনরা দুর্ঘটনার খবর পেয়ে কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে ভিড় করেন। বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে কিছু আত্মীয়স্বজন পাটুলি গ্রাম থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে এসে গুরুতর জখম রাজীব সেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 5:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়েবাড়িতে এসে দুর্ঘটনা, মোষের শিং পেটে ঢুকে মোটরবাইক আরোহী যুবকের মৃত্যু কাটোয়ায়