Gardening: বাড়ির বাগানেই যেন এক টুকরো ভারত! দেশি মাটিতে বিদেশি ফলের বাহার, সামান্য জমিতেই বড় স্বপ্ন পুরুলিয়ার কার্তিকের
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Gardening: ফলের বাগান তো নয়, যেন এক টুকরো ভারত। নিজের বাড়ির সামান্য জায়গাতেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নানা রকমের ফল চাষ করছেন পুরুলিয়ার কার্তিক কর্মকার। লেংচা সবেদা থেকে শুরু করে ভুটানি কমলা, পাকিস্তানি কমলা, বারুইপুরের পেয়ারা কী নেই সেখানে!
পুরুলিয়া, শান্তনু দাস: ফলের বাগান তো নয়, যেন এক টুকরো ভারত। নিজের বাড়ির সামান্য জায়গাতেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নানা রকমের ফল চাষ করছেন পুরুলিয়ার কার্তিক কর্মকার। পুরুলিয়ার কাশীপুরের তালাজুড়ি এলাকার বাসিন্দা কার্তিকের ছোট থেকেই গাছ ও পরিবেশের প্রতি প্রবল ভালবাসা।
আজ থেকে প্রায় দু’বছর আগে নিজের বাড়ির বাগানেই তিনি শুরু করেন বিভিন্ন ফল ও ফুলের চাষ। আকর্ষণীয়ভাবে আজ তার বাগানে সাধারণ ফলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বিদেশি ফলের চাষ নজর কাড়ছে। লেংচা সবেদা থেকে শুরু করে ভুটানি কমলা, পাকিস্তানি কমলা, বারুইপুরের পেয়ারা, বল সুন্দরী ও ভারত সুন্দরী কুল-সহ বিভিন্ন ধরনের বিদেশি ফল এখন তার বাগানে ফলন হওয়া শুরু করেছে।
advertisement
আরও পড়ুনঃ শুরু খেজুর গাছে হাঁড়ি বাঁধা! জলদি মিলবে জয়নগরের মোয়া, তবে এইবার ব্যবসায়ীরা ভুগছেন অন্য চিন্তায়
advertisement

কার্তিক কর্মকার
কার্তিক শুধুমাত্র এই ফল উৎপাদন করেই থেমে থাকেননি। তিনি বাগানের চারাগুলো বিক্রি করে গ্রামীণ এলাকার মানুষজনকেও চাষাবাদের প্রতি উৎসাহিত করছেন। আজ তার বাড়ির বাগান যেন এক বৃহৎ নার্সারির রূপ নিয়েছে। যে নার্সারিতে পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসে দেশি-বিদেশি ফল ও ফুলের চারা সংগ্রহ করছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দা দেবব্রত চৌধুরী বলেন, “ছোটবেলা থেকেই কার্তিক বাড়ির বাগানে বিভিন্ন ফল ও ফুলের গাছ রোপণ করতেন। আজ তা বৃহৎ বাগানে পরিণত হয়েছে। তার সংগ্রহকৃত দেশি-বিদেশি ফল ও ফুলের গাছগুলো আজ আমাদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে।”
advertisement
কার্তিকের আশা, যদি এই প্রজাতির ফল পুরুলিয়ার মাটিতে সফলভাবে জন্মায়, তবে এটি জেলার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Nov 07, 2025 7:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gardening: বাড়ির বাগানেই যেন এক টুকরো ভারত! দেশি মাটিতে বিদেশি ফলের বাহার, সামান্য জমিতেই বড় স্বপ্ন পুরুলিয়ার কার্তিকের









