Howrah Temple: আর যেতে হবে না রাজস্থানে, ইঁদুরের জন্য বিখ্যাত করণী মাতার মন্দির এ বার দেখতে পাবেন হাওড়াতেই
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Temple: বিখ্যাত ইঁদুর মন্দির দেখতে সারা দেশের মানুষ ছুটে যায় রাজস্থান, এবার সেই বিখ্যাত ইঁদুর মন্দির হাওড়ায়
রাকেশ মাইতি, হাওড়া: রাজস্থানের বিকানেরে বিখ্যাত কার্নি মাতার মন্দির যেটি সারাদেশে ইঁদুর মন্দির নামে পরিচিত | বিখ্যাত সেই ইঁদুর মন্দির দেখতে বহু মানুষ রাজস্থানে ছুটে যান | এবার সেই বিখ্যাত ইঁদুর মন্দির হাওড়াতেই দেখতে পাবেন মানুষ | হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সরস্বতী ব্রিজ সংলগ্ন জায়গায় ডোমজুড়ে নির্মিত হয়েছে এই মন্দির | এই মন্দিরে ভক্ত সমাগম হতে শুরু করেছে | রাজস্থানের বিকানের থেকে ৩০ কিমি দূরে রয়েছে দেশনোকে রয়েছে প্রায় ৬০০ বছরের প্রাচীন এই মন্দির |
রাজস্থানের করণীমাতার মন্দির আজ আক্ষরিক অর্থেই ইঁদুরদের অভয়ারণ্য | লক্ষ লক্ষ ইঁদুর ঘোরাফেরা করে মন্দির প্রাঙ্গণে | এখানে সাদা ইঁদুরের দর্শন পাওয়া মানে মায়ের দর্শন বলেই মনে করেন ভক্তরা। হাওড়ার এই মন্দিরের দেওয়ালের বিভিন্ন স্থানে ইঁদুর খোদাই করা রয়েছে | আগামী দিনে হাওড়ার এই করণীমাতার মন্দিরে প্রচুর ইঁদুরের সমাগম হবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ |
advertisement
সেই মন্দির এবার নির্মিত হল পশ্চিমবঙ্গের হাওড়ায় | জানা গিয়েছে, একজন বাঙালি ভদ্রলোক পার্থপ্রতিম পাল এই মন্দিরের জন্য জমি দান করেন | করণী মাতার মন্দিরের ট্রাস্ট বানিয়ে দেড় বছরের চেষ্টায় এই মন্দির নির্মিত হয়েছে | এই মন্দিরের মূল দেবতা করণী মাতা | মার্বেল দিয়ে গোটা মন্দির নির্মিত হয়েছে | কয়েক কোটি টাকায় এই মন্দির নির্মিত হয় | মন্দিরের পাথর রাজস্থান থেকে আনা হয়েছে | হাওড়ার এই মন্দিরে ভোর ৫ টায় মায়ের মঙ্গলারতি হয় | সকাল ১০ টায় মাকে ভোগ নিবেদন করা হয়, তখন আরতি হয় | আবার বিকেল ৬ টায় মায়ের আরতি হয় |মায়ের ভোগ হয় মূলত আটার হালুয়া | বছরে দুবার এই মন্দিরে নবরাত্রির পুজো অনুষ্ঠিত হয় |এই মন্দিরের বিষয়ে বিস্তারিত জানালেন মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্য নির্মল শেঠিয়া যার বাড়ি রাজস্থান, বর্তমানে তিনি কলকাতাতেই থাকেন |
advertisement
advertisement
আরও পড়ুন : অনুপ্রাসে সাজানো পালাগান, ২০০ বছর পর ফিরল দাশু রায়ের পাঁচালি
প্রতিদিন সকাল থেকেই মন্দিরের পুজো পাঠ শুরু হয়। সকাল থেকে সারাদিন রাত ৯-১০ পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে মন্দির। ভক্তরা নিজেদের মতো করে পুজো দিতে পারেন এখানে।এখানে প্রধান প্রসাদ হল আটার পায়েস।বাংলায় করণী মাতার এত বড় মন্দির অদ্বিতীয় বলে জানালেন মন্দিরের ট্রাস্টি কমিটির আর এক সদস্য সঞ্জু খান |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 9:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Temple: আর যেতে হবে না রাজস্থানে, ইঁদুরের জন্য বিখ্যাত করণী মাতার মন্দির এ বার দেখতে পাবেন হাওড়াতেই
