Folk Culture: অনুপ্রাসে সাজানো পালাগান, ২০০ বছর পর ফিরল দাশু রায়ের পাঁচালি

Last Updated:

Folk Culture: পাঁচালি লোকগীতির একটি ধারা। এতে গানের মাধ্যমে কোনও আখ্যান বর্ণিত হয়। পাঁচালি রচয়িতাদের মধ্যে বিশেষ প্রসিদ্ধ দাশরথি রায়। একসময় ‘দাশু রায়ের পাঁচালি’ সারা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল।

+
২০০

২০০ বছরের প্রাচীন গানের মনোমুগ্ধকর আসর

Folkসুমন সাহা, জয়নগর : গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসেছে পালাগান,পুতুল নাচ, তরজা পাঁচালি-সহ একাধিক লোক সংস্কৃতি। আর সেই সব অমূল্য সম্পদকে কিছুটা হলেও ফেরানোর কাজে হাত দিয়েছে একটি সংস্থা। তাদেরই উদ্যোগে জয়নগর আমন্ত্রণ কমপ্লেক্সে বসেছিল ২০০ বছরের প্রাচীন পৌরাণিক গানের মনোমুগ্ধকর আসর। পাঁচালি লোকগীতির একটি ধারা। এতে গানের মাধ্যমে কোনও আখ্যান বর্ণিত হয়। পাঁচালি রচয়িতাদের মধ্যে বিশেষ প্রসিদ্ধ দাশরথি রায়। একসময় ‘দাশু রায়ের পাঁচালি’ সারা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল।
আরও পড়ুন : বিনিয়োগ টানার লক্ষ্যে আজ থেকে রাজ্যে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন 
সংস্কৃতির পীঠস্থান জয়নগর মজিলপুরে পণ্ডিত কানাইলাল ভট্টাচার্যের কণ্ঠে ২০০ বৎসর আগের রচনা দাশরথি রায়-এর পাঁচালি গান শোনা গেল । শ্রীরামচন্দ্রের অকালবোধন পালাগান পরিবেশিত হল। দাশরথি রায় ১৮৩৬ খ্রিষ্টাব্দে একটি পাঁচালির আখড়া স্থাপন করেন। তিনি প্রচলিত পাঁচালির রীতি ত্যাগ করে, কবি গানের মতো চাপান-উতোর ভঙ্গিতে পাঁচালিকে সাজান। একই সঙ্গে উৎকৃষ্ট ছড়া যুক্ত করেন। সাহিত্যিসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার বলেন, “দাশরথি রায় অনুপ্রাস জমকে বড় পটু, তাই তাঁর পাঁচালি লোকের এত প্রিয় ছিল। দাশরথি রায়ের কবিত্ব ছিল না, এমন নহে, কিন্তু অনুপ্রাস জমকের দৌরাত্ম্যে তাহা প্রায় একেবারে ঢাকা পড়িয়া গিয়াছে ; পাঁচালিওয়ালা ছাড়িয়া তিনি কবির শ্রেণীতে উঠিতে পারে নাই।” আজও গ্রাম বাংলার অনেক স্থানে লোকের মুখে মুখে দাশু রায়ের পাঁচালি গান শোনা যায়।এই সময় এসে দাঁড়িয়ে প্রায় লুপ্ত হওয়া কিছু প্রাচীন লোকধারা সবার সামনে তুলে ধরতে জিয়েল অ্যান্ড নোশন তাদের ‘শিল্প অভিযান’ এর মধ্যে দিয়ে বর্তমান প্রজন্মের সামনে তুলে আনল এই গান। তাঁদের এই প্রয়াসে খুশি এলাকার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Culture: অনুপ্রাসে সাজানো পালাগান, ২০০ বছর পর ফিরল দাশু রায়ের পাঁচালি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement