প্রকৃতির মাঝে নিরিবিলি অবসর-যাপন, দুর্গাপুজোর ছুটিতে ঘুরে আসুন কান্দির নেতাজি সুভাষ উদ্যান 

Last Updated:

কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোকর্ণ এলাকায় পুকুরকে কেন্দ্র করে ৬০ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে এই উদ্যান

+
কান্দির

কান্দির গোকর্ণে নেতাজী সুভাষ উদ্যান পার্ক 

#মুর্শিদাবাদ: শরতের নীল আকাশ, নদীর ধারে কাশ ফুলের মেলা, জরিবোনা রোদ্দুর আর বাতাসে পুজোর গন্ধ নিয়ে উমা যখন বাপের বাড়ি আসেন, তখন মন যেন কিছুতেই চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে চায় না। এমনিতেই বাঙালির পায়ের তলায় রয়েছে সর্ষে। ক'দিনের ফাঁক পেলেই বেরিয়ে পড়তে মন চায় সকলের। কিন্তু মন চায় বললেই তো আর বেরিয়ে পড়া যায় না। তার জন্য দরকার প্রস্তুতি। পুজোর চারদিন ছুটি তো না হয় পাওয়া গেল, কিন্তু ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং তো আর নিমেষেই পাওয়া যায় না। তার ওপর রয়েছে থাকার জায়গা মানে হোটেলের বন্দোবস্ত। কিছুই তো আগে থেকে ঠিক করা নেই। তাহলে সেই চার দেওয়ালের মধ্যে! আরে  অধৈর্য হবেন না! আছে, আছে। মন ভাল করার জন্য কাছে পিঠে ঘুরে আসারও জায়গা আছে।
দুর্গাপুজোর মধ্যে ঘুরে আসতেই পারেন হাতের কাছে সুভাষ উদ্যানে। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোকর্ণ এলাকায় পুকুরকে কেন্দ্র করে ৬০ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে এই উদ্যান। পার্কের মধ্যে ঢুকলেই দেখা যাবে নানা মুর্তি। আছে সিমেন্টের হাতি, গরু, ডলফিন, গণ্ডার ও বিভিন্ন প্রজাতির ছাগল। সঙ্গে বিশাল বাগান। ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ, যা নজর কাড়বে সকলের। তবে পার্কের মধ্যে সত্যিকারের মাছ ও নানা ধরনের পাখির দেখা মিলবে অনায়াসেই।
advertisement
কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ৮ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত নেতাজি সুভাষ উদ্যান। পুজোর মধ্যে বাচ্চাদের নিয়ে ছুটি কাটাতে একদিন বা এক বেলার জন্য আসা যেতে পারে এই পার্কে।
advertisement
গুগুল লোকেসনঃ https://maps.app.goo.gl/v9vr4DddF8nSe6rq7
পার্ক দৈনন্দিন বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রকৃতির মাঝে নিরিবিলি অবসর-যাপন, দুর্গাপুজোর ছুটিতে ঘুরে আসুন কান্দির নেতাজি সুভাষ উদ্যান 
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement