পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

Last Updated:

পণের দাবিতে গৃহবধূকে আগুন লাগিয়ে পুরিয়ে মারার চেষ্টা অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে ।

#কান্দি: পণের দাবিতে গৃহবধূকে আগুন লাগিয়ে পুরিয়ে মারার চেষ্টা অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে । কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য । মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, গুরুতরভাবে ওই মহিলা আগুনে পুড়ে গিয়েছেন।
মুর্শিদাবাদ জেলার সালার থানার গুলাহাটিয়া গ্রামের বাসিন্দা আকবর শেখের সঙ্গে সালার থানার মাধাইপুর গ্রামের বাসিন্দা মহিলার গত চার মাস আগে প্রেম করে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের চার মাস পর অতিরিক্ত পণের দাবিতে সোমবার সকাল আটটা নাগাদ সালার থানার অন্তর্গত গুলাহাটিয়া গ্রামে শ্বশুর বাড়িতে স্বামী-সহ শ্বশুর বাড়ির সদস্যরা আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। গুরুতর জখম অবস্থায় প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য । ওই মহিলার আত্মীয়  বলেন, বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য প্রায়ই অত্যাচার করত। আগুনে পুড়িয়ে দেবে তা আমরা ভাবতে পারিনি। অভিযোগ দায়ের করেছি অভিযুক্তদের বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement