North 24 Parganas News: ডুব দিলেই হাতে সোনা, রুপো, টাকা! রুপকথায় নয়, এই পুকুর রয়েছে কলকাতার কাছেই, কোথায় জানেন? আসল ঘটনা জানলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
পুকুরে ডুব দিলেই মিলছে পয়সা! ভাগ্য সহায় থাকলে সোনা রুপোও আসছে হাতে, কোথায় দেখুন
উত্তর ২৪ পরগনা: জলে ডুব দিলেই এখন মিলছে পয়সা আর পয়সা। ভাগ্য সহায় থাকলে হাতে আসে সোনা রুপোও। এক একদিনে উঠছে খুচরো ৩০০ থেকে ৫০০ টাকাও। যদিও, সারা বছর কিন্তু এমন দিন যায় না, শুধুমাত্র এই সময়ই জলে ডুব দিলে পয়সা পাওয়া যায় বলেই জানালেন কামনা সাগরের ডুব দিয়ে পয়সা কুড়ানো যুবকেরা।
ঠাকুরনগর বারুনী মেলার পূর্ণ স্নান ঘিরে লক্ষাধিক ভক্তসমাগমে কামনা সাগরে ডুব দেওয়ার হিড়িক লক্ষ্য করা যায়। অনেক ভক্তরাই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এক টাকা, দু টাকা পাঁচ টাকার কয়েন কামনা সাগরে দেন। লক্ষাধিক ভক্তের এহেন দানে কামনা সাগরে প্রচুর পরিমাণে খুচরো পয়সা জড়ো হয়। আর এলাকার কচিকাঁচা থেকে যুবকেরা মেলার খরচ তুলতে এরপর থেকেই নেমে পড়েন কাদা পাঁকের অল্প জলে ঠাকুরবাড়ির এই পুকুরে।
advertisement
advertisement
চুম্বক ব্যবহার করে, পা জলের উপরে রেখে, হাত দিয়েও খুঁজে তোলে খুচরো পয়সা। শুধু পয়সাই নয়, ভাগ্যে থাকলে হাতে মেলে স্নানের সময় হারিয়ে যাওয়া সোনা রুপোর গয়নাও বলেই জানালেন পয়সা খোঁজা যুবকেরা। তাই এখন নানাভাবে চিরুনি তল্লাশি চলছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির কামনা সাগরের জলে। আর এই পুকুর থেকেই পাওয়া টাকা দিয়ে মেলায় আনন্দ করছে তারা।
advertisement
আরও পড়ুন: ১৪ দিনের অপেক্ষা…১ লা বৈশাখের আগেই সূর্যের গোচর! রাতারাতি কপাল খুলবে ৩ রাশির, হাতে কুবেরের ধন
মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে যেমন এই কামনা সাগর অন্যতম বিশ্বাসের জায়গা, ঠিক তেমনই বর্তমানে স্থানীয় আশপাশের এলাকার যুবকদের কাছেও এখন ঠাকুরবাড়ির এই পুকুর হয়ে উঠেছে পয়সার খনি। যদিও গঙ্গার ধারে সারাবছরই এই দৃশ্য দেখা যায়, তবে সেই পয়সার পরিমাণ অনেকাংশই কম ঠাকুরনগরের কামনা সাগরের এই প্রাপ্তির কাছে। তাই এখন সারাদিন এইভাবেই কামনা সাগরে ঝাঁপ চলছে খুচরো পয়সার আশায়।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ডুব দিলেই হাতে সোনা, রুপো, টাকা! রুপকথায় নয়, এই পুকুর রয়েছে কলকাতার কাছেই, কোথায় জানেন? আসল ঘটনা জানলে চমকে যাবেন