Durga Puja 2024: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু, কবে উদ্বোধন হচ্ছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো, প্রকাশ্যে তারিখ

Last Updated:

Durga Puja 2024: এবছরও এই পুজো মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই আশাবাদী পুজো কর্মকর্তারা।

+
জোর

জোর কদমে চলছে মন্ডপের কাজ

কল্যাণী: কবে উদ্বোধন হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ? সাধারণ মানুষ কবে থেকে দর্শন করতে পারবেন পুজো মণ্ডপ ও প্রতিমা? কী জানালেন এ বিষয়ে কর্মকর্তারা? তিলোত্তমা কলকাতার থেকে মফস্বলগুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই, তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। বেশ কয়েক বছর আগে তারা দুবাইয়ের বুর্জ খলিফা, মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে। এরপর থেকে থেমে থাকেনি তারা। এরপর তারা দুর্গাপুজোর প্যান্ডেল হিসেবে নির্মাণ করেছিলেন চিনের গ্র্যান্ড লিজবোয়া টাওয়ার।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
advertisement
advertisement
৩২তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ সজ্জারকাজ!
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের অরুণ ওয়াট কৃষ্ণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে। যার উচ্চতা হতে চলেছে ১৪০ ফুটের কাছাকাছি এবং চওড়ায় হতে চলেছে ১৩৫ ফুটের কাছাকাছি এমনটাই জানালেন পুজোর কর্মকর্তা অরূপ মুখোপাধ্যায়। একটি নামকরা গয়নার দোকান এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
advertisement
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল। তাই অনেক ভেবেচিন্তে তারা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগের বছর পুজো মণ্ডপের ভেতরটি সম্পূর্ণভাবে কাচের তৈরি করা হয়েছিল। আর এ বছর পুজো মণ্ডপের ভেতরে সাজানো হবে সম্পূর্ণ ঝিনুক দিয়ে।
পুজোর কর্মকর্তা অরূপ বলেন, ”গত বছর মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন আমাদের পুজো। এ বছরও আমরা আশা রাখছি তিনিই উদ্বোধন করবেন। আশা করা যাচ্ছে মহালয়ার দিন উদ্বোধন হতে পারে, আমাদের পুজো মণ্ডপ। তবে সঠিক দিনক্ষণ এখনও সিদ্ধান্ত হয়নি কোনও কিছু। তবে গত দু’বছরের মতো এবছরও কল্যাণীতে দর্শনার্থীদের ঢেউ নামবে পুজোর বেশ কয়েকটি দিন এমনটি মনে করছে পুজোর কর্মকর্তারা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু, কবে উদ্বোধন হচ্ছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো, প্রকাশ্যে তারিখ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement