Kalyan Banerjee: এসএসসি-র অযোগ্য তালিকায় 'ওরা' কারা! শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়! কোন তিনটি জেলার কথা বললেন জানেন?

Last Updated:

Kalyan Banerjee: এবার শুভেন্দু অধিকারীকেই এসএসসি দুর্নীতি নিয়ে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুকে নিশানা কল্যাণের
শুভেন্দুকে নিশানা কল্যাণের
রাণা কর্মকার, শ্রীরামপুর: অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দাগি বা অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৬ জন ‘দাগি’ প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত হয়েছে তালিকায়। ইতিমধ্যে সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। যদিও এসএসসি-র প্রকাশিত এই তালিকাকে অসম্পূর্ণ বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement
আর এবার সেই শুভেন্দুকেই এসএসসি দুর্নীতি নিয়ে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”অযোগ্য তালিকায় যাদের নাম রয়েছে, তারা সবাই শুভেন্দু অধিকারীর লোকজন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় যাদের নাম রয়েছে, তারা বিজেপির লোকজন।”
advertisement
advertisement
যদিও অযোগ্যদের উদ্দেশ্যে কল্যাণের বার্তা, ”এই অযোগ্য তালিকায় কারও নাম নিয়ে বিভ্রান্তি থাকলে, তারা কোর্টে যাক। মামলা দায়ের করুক। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে কোনও লাভ নেই। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক যাদের নাম রয়েছে অযোগ্য তালিকায়, তারা বলুক-সবই ভুয়ো।”
যদিও এসএসসি-র প্রকাশ করা তালিকাকে ‘ভোগাস’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়ে আইনি জটিলতাকে চালিয়ে যেতে চান। ১৮০৪ জনের নাম প্রকাশ করেছে। এটা অসম্পূর্ণ তালিকা৷ এই সংখ্যাটা ৬ হাজারের বেশি৷ ২০২২ সালের নির্দেশে যা উল্লেখ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ রাজ্য সরকার স্বীকার করে নিল ১৮০৪ জনের চাকরি অবৈধভাবে তারা দিয়েছে৷ স্বাধীনতার পর দেশে এমন নজির নেই৷ এমন কি, ত্রিপুরাতেও বামফ্রন্ট সরকার অবৈধভাবে চাকরি দেওয়ার কথা স্বীকার করেনি৷ প্রমাণিত হল সরকার বেআইনি কাজ করেছে৷ এটা কোনও নির্বাচিত সরকার করতে পারে না৷” এবার সেই শুভেন্দুকেই নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalyan Banerjee: এসএসসি-র অযোগ্য তালিকায় 'ওরা' কারা! শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়! কোন তিনটি জেলার কথা বললেন জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement