Kalna Sub Divisional Hospital: ডেঙ্গির মরশুমের কথা ভেবে বিশেষ ব্যবস্থা কালনা হাসপাতালে

Last Updated:

Kalna Sub Divisional Hospital: হাসপাতালে অফিসিয়ালি ১২০ টি বেড রয়েছে পুরুষ এবং মহিলা ওয়ার্ড মিলিয়ে। তবে রোগীদের চাপ বাড়ার কারণে দুটি ওয়ার্ডে বেড সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। কিন্তু তাতেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না

+
কালনা

কালনা হাসপাতাল 

পূর্ব বর্ধমান: ডেঙ্গুর কথা মাথায় রেখে এবং জ্বরে আক্রান্ত রোগীদের কথা ভেবে একটি নতুন ওয়ার্ড খোলা হতে চলেছে কালনা মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত এই হাসপাতালের মহিলা ও পুরুষ মেডিসিন ওয়ার্ডে হঠাৎই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জ্বর ছাড়াও আরও বিভিন্ন সমস্যা নিয়ে কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক রোগী। রোগীদের সংখ্যা এতটাই বেড়েছে যে, এক একটি বেডে দুজন করে রোগী রয়েছেন। একই সঙ্গে রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের ওয়ার্ডের মাটিতে ম্যাট্রেস পেতে রাখা হয়েছে রোগীদের।
এই প্রসঙ্গে একজন রোগী বলেন, দুটো বেডে তিনজন, আবার অনেকসময় চারজনকেও থাকতে হচ্ছে! তিনি বলেন এভাবে থাকতে চরম সমস্যা হচ্ছে। তিনি প্রায় চারদিন ধরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কালনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে অফিসিয়ালি ১২০ টি বেড রয়েছে পুরুষ এবং মহিলা ওয়ার্ড মিলিয়ে। তবে রোগীদের চাপ বাড়ার কারণে দুটি ওয়ার্ডে বেড সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। কিন্তু তাতেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। তাই এবার নতুন চিন্তাভাবনা নেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালের তরফে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার বলেন, আসলে আমাদের এখন সব মিলিয়ে প্রত্যেকদিন গড়ে ২০০-এর বেশি রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গি প্রবণতার কথা ভেবে এবং যে সমস্ত জ্বরের রোগীরা আসছেন তাঁদের জন্য নতুন একটা ফিভার ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছি। ৩০ বেডের একটা ফিভার ওয়ার্ড খোলা হবে। ইতিমধ্যেই আমাদের জায়গা নির্বাচন করা হয়ে গেছে। সেখানে বেড ও পাতা আছে।
advertisement
নতুন ফিভার ওয়ার্ড চালু হলে অন্যান্য ওয়ার্ডে রোগীর যে চাপ রয়েছে তার পরিমাণ একটু হলেও কমবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যেই এই নতুন ফিভার ওয়ার্ড চালু হয়ে যাবে।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Sub Divisional Hospital: ডেঙ্গির মরশুমের কথা ভেবে বিশেষ ব্যবস্থা কালনা হাসপাতালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement