Kalna Sub Divisional Hospital: ডেঙ্গির মরশুমের কথা ভেবে বিশেষ ব্যবস্থা কালনা হাসপাতালে

Last Updated:

Kalna Sub Divisional Hospital: হাসপাতালে অফিসিয়ালি ১২০ টি বেড রয়েছে পুরুষ এবং মহিলা ওয়ার্ড মিলিয়ে। তবে রোগীদের চাপ বাড়ার কারণে দুটি ওয়ার্ডে বেড সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। কিন্তু তাতেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না

+
কালনা

কালনা হাসপাতাল 

পূর্ব বর্ধমান: ডেঙ্গুর কথা মাথায় রেখে এবং জ্বরে আক্রান্ত রোগীদের কথা ভেবে একটি নতুন ওয়ার্ড খোলা হতে চলেছে কালনা মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত এই হাসপাতালের মহিলা ও পুরুষ মেডিসিন ওয়ার্ডে হঠাৎই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জ্বর ছাড়াও আরও বিভিন্ন সমস্যা নিয়ে কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক রোগী। রোগীদের সংখ্যা এতটাই বেড়েছে যে, এক একটি বেডে দুজন করে রোগী রয়েছেন। একই সঙ্গে রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের ওয়ার্ডের মাটিতে ম্যাট্রেস পেতে রাখা হয়েছে রোগীদের।
এই প্রসঙ্গে একজন রোগী বলেন, দুটো বেডে তিনজন, আবার অনেকসময় চারজনকেও থাকতে হচ্ছে! তিনি বলেন এভাবে থাকতে চরম সমস্যা হচ্ছে। তিনি প্রায় চারদিন ধরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কালনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে অফিসিয়ালি ১২০ টি বেড রয়েছে পুরুষ এবং মহিলা ওয়ার্ড মিলিয়ে। তবে রোগীদের চাপ বাড়ার কারণে দুটি ওয়ার্ডে বেড সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। কিন্তু তাতেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। তাই এবার নতুন চিন্তাভাবনা নেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালের তরফে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার বলেন, আসলে আমাদের এখন সব মিলিয়ে প্রত্যেকদিন গড়ে ২০০-এর বেশি রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গি প্রবণতার কথা ভেবে এবং যে সমস্ত জ্বরের রোগীরা আসছেন তাঁদের জন্য নতুন একটা ফিভার ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছি। ৩০ বেডের একটা ফিভার ওয়ার্ড খোলা হবে। ইতিমধ্যেই আমাদের জায়গা নির্বাচন করা হয়ে গেছে। সেখানে বেড ও পাতা আছে।
advertisement
নতুন ফিভার ওয়ার্ড চালু হলে অন্যান্য ওয়ার্ডে রোগীর যে চাপ রয়েছে তার পরিমাণ একটু হলেও কমবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যেই এই নতুন ফিভার ওয়ার্ড চালু হয়ে যাবে।
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Sub Divisional Hospital: ডেঙ্গির মরশুমের কথা ভেবে বিশেষ ব্যবস্থা কালনা হাসপাতালে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement