Kalna: হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত দুই শ্রমিক, স্কুল-কলেজ বন্ধ কালনায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কালনায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত দুই শ্রমিক। আহত একাধিক। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কালনা দু’নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে
কালনা: কালনায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত দুই শ্রমিক। আহত একাধিক। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কালনা দু’নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে।
গ্যাস লিকের কারণে প্রশাসনের তরফে কালনা এলাকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে, শুক্রবারও স্কুল বন্ধের নির্দেশিকা জারি আছে। কিন্তু তারপরও একাধিক শিক্ষক-শিক্ষিকা স্কুলে আছেন। যদি কেউ নোটিশ না পেয়ে থাকেন, তাঁদের স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান প্রধান শিক্ষিকা। অন্যদিকে হিমঘরের পাশেই কৃষি জমিতে আলু ও ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষীদের। বিডিও জানান, ব্লকের তরফ থেকে আধিকারিকরা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে কৃষি বিমা পান, সে বিষয়টি দেখা হচ্ছে।
advertisement
জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি হিমঘরে কাজ চলাকালীন মেশিন রুমে অ্যামোনিয়া গ্যাস লিক করে দু’জন শ্রমিক মারা যান। মৃত শ্রমিকদের নাম সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা। ঘটনায় কয়েকজন আহত হয়ে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অ্যামোনিয়া গ্যাস লিক করায় সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঝাঁঝালো গন্ধে অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। হিমঘরের ভিতর থেকে বিকট শব্দ শোনেন স্থানীয়রা। অনুমান, মেশিন ঘরে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত দুই শ্রমিকের মধ্যে একজনের বাড়ি বিহারে। অন্যজন কালনার বাসিন্দা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 7:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna: হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত দুই শ্রমিক, স্কুল-কলেজ বন্ধ কালনায়