Kalna College: কালনা কলেজে অতীত-বর্তমানের মেলবন্ধন! আয়োজিত হল মন ভাল করা অনুষ্ঠান
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Kalna College: কালনা কলেজে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত, কালনা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তাপস কুমার কার্ফা সহ বিশিষ্টজনেরা। এই অভিনব উদ্যোগ ঘিরে ছিল আনন্দের আমেজ।
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ কালনা কলেজের স্মার্ট ক্লাসরুমে প্রাক্তন ছাত্র সভা ২০২৫ অনুষ্ঠিত হল। বুধবার এই অনুষ্ঠান আয়োজিত হয়। গণিতের প্রথম ব্যাচ (১৯৭২) এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এদিনের সমস্ত অনুষ্ঠানের আয়োজনে ছিল কালনা কলেজের গণিত বিভাগ।
প্রাক্তনীদের মধ্যে এক প্রাক্তনী এদিন বলেন, সকলকে একত্রিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। অনেক কষ্টে ফোন নম্বর জোগাড় করে তাঁদের একত্রিত করেছি। পাশাপাশি বর্তমান ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাই সাফল্যের মূল চাবিকাঠি। জীবনে এগোতে গেলে বিভিন্ন রকম বাধা আসবে, সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা সহ নানা বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেলেই মিলবে সফলতা।
advertisement
আরও পড়ুনঃ শরীরে সার নেই, মুখ থেকে বেরোচ্ছে গ্যাঁজলা! চুঁচুড়ায় একাকী বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার দেহ
এদিন কালনা কলেজে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত, কালনা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তাপস কুমার কার্ফা সহ বিশিষ্টজনেরা। এই অভিনব উদ্যোগ ঘিরে ছিল আনন্দের আমেজ।
advertisement
advertisement
সব মিলিয়ে, বুধবার কালনা কলেজে বেশ জমজমাট আয়োজন করা হয়েছিল। প্রাক্তন ছাত্র সভা ২০২৫ ঘিরে ছিল আনন্দের আবহ। এদিন গণিতের প্রথম ব্যাচ (১৯৭২) এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিল এই কলেজের গণিত বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
December 10, 2025 11:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna College: কালনা কলেজে অতীত-বর্তমানের মেলবন্ধন! আয়োজিত হল মন ভাল করা অনুষ্ঠান








